ভোট চুরি কেন করেন? তৃণমূলকে প্রশ্ন বিজেপি নেতা অর্জুনের
নজরবন্দি ব্যুরো: রাজনৈতিক মহলে এতদিন তাঁর বিরুদ্ধে অভিযোগ ছিল। এবার তিনিই অভিযোগকারী। প্রাক্তন দল তৃণমূলের বিরুদ্ধে ভোট চুরির অভিযোগ করলেন বিজেপির বারাকপুর কেন্দ্রের প্রার্থী অর্জুন সিং।
ভোট চুরির পাশাপাশি তৃণমূল সরকারের ‘উন্নয়ন’ নিয়েও খোঁচা দেন অর্জুন সিং।
তাঁর মতে উন্নয়ন আসলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বড় ভাঁওতা। দল বদলে তিনি অবশ্য অনুশোচনায় টই-টুম্বুর। শাসক দলে থাকাকালীন তাঁকেও সে মিথ্যে বলতে হত বলে মেনে নিলেন সদ্য বিজেপিতে যোগ দেওয়া অর্জুন।
আমডাঙায় দলের পার্টি অফিস উদ্বোধনে গিয়েছিলেন অর্জুন সিং। তাঁকে দেখা মাত্রই ‘জয় শ্রীরাম’ ধ্বনি। .
তারপরই শুরু হল অর্জুন বচন। সেখানে তিনি বলেন, ‘‘উন্নয়নের নিরিখে ভোটে জিতবে বলছে তৃণমূল। কিন্তু কোথায় হয়েছে উন্নয়ন! সেই উন্নয়ন দেখা যায় না।’’ শাসক দলের উদ্দেশ্যে তাঁর প্রশ্ন, ‘‘উন্নয়ন যদি করেই থাকেন তাহলে গণতান্ত্রকে ধ্বংস করে ভোট চুরি করেন কেন?’’ উদাহরণ হিসাবে গত পঞ্চায়েতের কথা তুলে ধরেন তিনি।
ভোট চুরির পাশাপাশি তৃণমূল সরকারের ‘উন্নয়ন’ নিয়েও খোঁচা দেন অর্জুন সিং।
তাঁর মতে উন্নয়ন আসলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বড় ভাঁওতা। দল বদলে তিনি অবশ্য অনুশোচনায় টই-টুম্বুর। শাসক দলে থাকাকালীন তাঁকেও সে মিথ্যে বলতে হত বলে মেনে নিলেন সদ্য বিজেপিতে যোগ দেওয়া অর্জুন।
আমডাঙায় দলের পার্টি অফিস উদ্বোধনে গিয়েছিলেন অর্জুন সিং। তাঁকে দেখা মাত্রই ‘জয় শ্রীরাম’ ধ্বনি। .
Loading...
কোন মন্তব্য নেই