Header Ads

শহিদ জওয়ানদের শ্রদ্ধা জানাতে ও সাহায্য করতে অভিনব উদ্যোগ সিএসকে-র।

নজরবন্দি ব্যুরোঃ পুলওয়ামার শহিদ জওয়ানদের শ্রদ্ধা জানাতে এবং তাঁদের পরিবারের পাশে দাঁড়াতে অভিনব উদ্যোগ নিল আইপিএলে ফ্র্যাঞ্চাইজি চেন্নাই সুপার কিংস। সিএসকে'র তরফে থেকে দ্বাদশ আইপিএলে প্রথম ম্যাচের টিকিট বিক্রির সব টাকা দান করা হবে পুলওয়ামার শহিদ পরিবারগুলিকে। বুধবার একথা জানিয়ে দিয়েছেন চেন্নাই সুপার কিংসের ডিরেক্টর রাকেশ সিং।

ইতিমধ্যেই চেন্নাই বনাম বেঙ্গালুরু ম্যাচের টিকিট প্রথম দিনেই বিক্রি শুরু হওয়ার ঘণ্টা খানেকের মধ্যেই শেষ হয়ে গিয়েছে। শনিবার সেই চেক তুলে দেবেন দলের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। কারণ তিনি যে আবার ইন্ডিয়ান টেরিটোরিয়াল আর্মির সাম্মানিক লেফটেন্যান্ট কর্নেল।
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.