Header Ads

বিজেপির সম্ভাব্য প্রার্থী স্মাগলার? নোটায় ভোট দেওয়ার আবেদন ফ্লেক্সে।

নজরবন্দি ব্যুরোঃ যুদ্ধের আবহে দেশে আসন্ন লোকসভা নির্বাচন, টানাটানি শুরু হয়েছে রাজ্যের ৪২ টি আসন নিয়েও। তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 'সর্বভারতীয় তৃনমূল' গড়ার লক্ষে লক্ষভেদ করতে চাইছেন রাজ্যের ৪২ টি আসনকেই। জয় আর মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের বর্তমান পরিস্থিতে সমার্থক একদা বামপন্থী দলগুলোর মতই। তাই তৃণমূলের ৪২ এ ৪২ প্রাপ্তির স্বপ্ন যে খুব একটা দুঃস্বপ্ন নয় তা স্বীকার না করলেও মনে মনে অস্বীকার করেন না রাজ্যের বিরোধী দলের নেতারা। কিন্তু শিয়রে নির্বাচন লড়তে হবে, জিততে হবে, শক্তিবৃদ্ধি ঘটাতে হবে তাই কমবেশি সবদলই একে অপরকে চমক দিতে ব্যাস্ত। আর এই চমকের ব্যাস্ততার মধ্যেই বঙ্গ বিজেপি যোগদান করিয়েছে এক ব্যাক্তিকে যার নাম নিশীথ প্রামাণিক। উত্তরবঙ্গ সূত্রে খবর এই নিশীথের সাংগঠনিক দক্ষতা এবং 'ক্লিন' ইমেজের সাথে বিগত পঞ্চায়েত নির্বাচনে টক্কর দিতে পারেন নি তারই একদা সহকর্মী তথা বন্ধু তৃণমূলের যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায়। নিশীথ প্রামানিকের রাজনৈতিক দক্ষতার সামনে কোচবিহার জেলা জুড়ে কার্যত মুখ থুবড়ে পড়ে ব্র্যাণ্ড মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখও! সূত্রের খবর গত পঞ্চায়েত নির্বাচনে কোচবিহার জেলা জুড়ে ৩৫০ টিরও বেশি আসনে নির্দল প্রার্থীদের জিতিয়ে আনেন নিশীথ!
সুতরাং এই নিশীথ যেদিকে কোচবিহারের বড় অংশের ভোটার সেই দিকে তা বলাই বাহুল্য। আর নিশীথ প্রামানিকই যে কোচবিহারে পদ্মচিহ্নে প্রার্থী তা প্রকারান্তনে নিশ্চিত। কিন্তু এহেন নিশীথ কি ক্লিন নিপাট ভাল মানুষ না স্মাগলার?
গেরুয়া মোড়োকে কোচবিহারের এবিএন শীল কলেজের গেটে লাগানো এক ফ্লেক্সে যে ইঙ্গিত দেওয়া হয়েছে তা পরোক্ষে নিশীথ কে ইঙ্গিত করেই মানছে রাজনৈতিক মহল। ফ্লেক্সে লেখা আছে,"বিজেপির নামে দিনহাটার স্মাগলারকে একটিও ভোট নয়। হয় ভালো প্রার্থী,নয় নোটা। ফ্লেক্সটি যে খুলবে তার ১০০ জন বাবা।" কিন্তু কে বা কারা এই ফ্লেক্স ঝোলাল? সূত্র বলছে এর নেপথ্যে রয়েছে বিজেপির-ই একটা অংশ। কিন্তু প্রকাশ্যে বিদ্রোহ করলে সমস্যা তৈরি হতে পারে বলে গোপনে প্রচার!! প্রশ্ন উঠছে যদি এই ফ্লেক্সের 'স্মাগলার' উল্লিখিত ব্যাক্তি যদি নিশীথ হন তাহলে কি উত্তর দেবেন তিনি? অথবা যদি তিনি এই ফ্লেক্সের লক্ষ না হন তাহলে কোচবিহারের তুমুল জনপ্রিয় একদা তৃণমূল তথা বর্তমান বিজেপি নেতা নিশীথ প্রামানিকের বদলে কে প্রার্থী হতে পারে বিজেপির? কাকে ইঙ্গিত করছে এই ফ্লেক্স! ধোঁয়াশা অব্যাহত।  
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.