পুলিশ হেফাজতে মৃত্যু কাশ্মীরি শিক্ষকের! খুনের অভিযোগ পরিবারের
নজরবন্দি ব্যুরো: পুলিশি হেফাজতে থাকাকালীন মৃত্যু হল এক যুবকের। এই ঘটনাটি ঘটেছে কাশ্মীরে। এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। সম্প্রতি পুলওয়ামায় সেনা কনভয়ে জঙ্গি হামলায় মৃত্যু হয় ৪০ সেনার।
এই আত্মঘাতী জঙ্গি হামলার ষড়যন্ত্রে যুক্ত থাকার অভিযোগে গত রবিবার গভীর রাতে শ্রীনগরের বাড়ি থেকে রিজওয়ান পণ্ডিতকে(২৯) গ্রেফতার করেছিল স্থানীয় প্রশাসন।
১৮ মার্চ রাত থেকে তাঁকে জেরা করা শুরু করে পুলিশ। শ্রীনগরের ডিটেনশন কেন্দ্রে ওই জেরা চলাকালীন ১৯ মার্চ ভোররাতে মৃত্যু হয় রিজওয়ানের। পেশায় স্কুল শিক্ষক রিজওয়ানের পরিবারের তরফে অভিযোগ করা হয়েছে, অত্যাচার করে মেরে ফেলা হয়েছে রিজওয়ানকে।
যদিও এই দাবি অস্বীকার করে প্রশাসনের তরফে জানান হয়েছে, বেসরকারি স্কুলের শিক্ষক রিজওয়ানের সন্ত্রাসবাদী কার্যকলাপের সঙ্গে যুক্ত ছিল অনেক দিন ধরে। অতীতে নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে পাথর ছুড়েও ধরা পড়েছিলেন ওই যুবক।
সেই মামলায় সম্প্রতি জামিন পান ওই যুবক। কিন্তু প্রশ্ন উঠেছে, পুলিশি হেফাজতে থাকাকালীন কি করে মারা গেলেন রিজওয়ান? সেই প্রশ্নের উত্তর নেই প্রশাসনের কাছে।
এই আত্মঘাতী জঙ্গি হামলার ষড়যন্ত্রে যুক্ত থাকার অভিযোগে গত রবিবার গভীর রাতে শ্রীনগরের বাড়ি থেকে রিজওয়ান পণ্ডিতকে(২৯) গ্রেফতার করেছিল স্থানীয় প্রশাসন।
যদিও এই দাবি অস্বীকার করে প্রশাসনের তরফে জানান হয়েছে, বেসরকারি স্কুলের শিক্ষক রিজওয়ানের সন্ত্রাসবাদী কার্যকলাপের সঙ্গে যুক্ত ছিল অনেক দিন ধরে। অতীতে নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে পাথর ছুড়েও ধরা পড়েছিলেন ওই যুবক।
Loading...
কোন মন্তব্য নেই