Header Ads

স্কুলে ইন্ট্রার্ণ শিক্ষক চলবে না, ট্রেনিং-প্রাপ্তদের নিয়োগ করার দাবি।

নজরবন্দি ব্যুরো: রাজ্যের শিক্ষা ব্যবস্থার বেহাল দশা। প্রায় প্রতিদিন শিক্ষাক্ষেত্রে চলতে থাকা নিয়ম বদল ও রাজ্যে শিক্ষক নিয়োগের দাবিতে আন্দোলনে নামতে দেখা যাচ্ছে হবু শিক্ষক থেকে শুরু করে শিক্ষার সঙ্গে যুক্ত থাকা সংগঠন গুলিকে। নির্বাচন ঘোষণার পরেও সেই ধারাবাহিকতা চলছে। নিয়োগের দাবিতে ধর্মতলাতে টানা ২১ দিন অনশন চালিয়ে যাচ্ছেন হবু শিক্ষকরা।
কোনও রকম হেলদোল নেই বর্তমান রাজ্য সরকারের।
এর পাশাপাশি বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতির বিক্ষোভ ও গন ডেপুটেশন কে সমর্থন করছেন মুর্শিদাবাদের বিশিষ্ট শিক্ষক ও শিক্ষা আন্দোলনের নেতা তন্ময় ঘোষ। তন্ময় বাবু বলেন BPTA শিক্ষা সংক্রান্ত সমস্যা সমাধানের দাবিতে দীর্ঘদিন লড়াই আন্দোলন করছে BPTA(বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতি) এর রাজ্য সম্পাদক আনন্দ বরন হাণ্ডা।
তাঁকে অভিনন্দন জানিয়েছেন তন্ময় বাবু।
BPTA এর ডাকে ১৯ মার্চ বিক্ষোভ মিছিল ও মুখ্যমন্ত্রীর নিকট গণ ডেপুটেশন দেওয়া হয় বলে জানা গিয়েছে।

এই সংগঠনের দাবি গুলি:
১। প্রথম শ্রেণী থেকে পাশ-ফেল চালু করতে হবে।
২। কুসংস্কারমুক্ত-বিজ্ঞানভিত্তিক সিলেবাস চালু করতে হবে।
৩। ইন্ট্রার্ণ শিক্ষক চলবে না। ট্রেনিং-প্রাপ্তদের নিয়োগ করতে হবে।
৪। শীর্ষ আদালতের নির্দেশ মতন পি টি টি দের নিয়োগ নিশ্চিত করতে হবে।
৫। শিক্ষাগত যোগ্যতা অনুসারে বেতন-ক্রম চালু করতে হবে।
৬। পে কমিশনের সুপারিশ প্রকাশ ও কার্যকর করতে হবে।
৭। কেন্দ্রীয় হারে ডিএ প্রদান।
৮। এস এস কে গুলিকে প্রাথমিক বিদ্যালয়ের মর্যাদা প্রদান করতে হবে।

Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.