গ্রেফতার কুখ্যাত হেরোইন পাচারকারী!
নজরবন্দি ব্যুরো: কলকাতা পুলিশের হাতে পাকড়াও কুখ্যাত হেরোইন পাচারকারী অরবিন্দ সিং। বছর পঞ্চাশের অরবিন্দের নামে অভিযোগ অনেক দিনের। বুধবার রাত ৯টা নাগাদ তাকে গ্রেফতার করে কলকাতা পুলিশের নারকোটিক্স বিভাগের স্পেশাল ফোর্স। প্রায় ২৭৫ গ্রাম হেরোইন সমেত হাতে-নাতে ধরাপড়ে এই কুখ্যাত পাচারকারী।
পুলিশ জানিয়েছে, অরবিন্দের কাছ থেকে উদ্ধার হওয়া হেরোইনের বর্তমান বাজারদর ২ লক্ষ টাকার বেশি হবে।
পুলিশ সূত্রে খবর, মূলত কলেজ স্ট্রিট এবং শিয়ালদহ স্টেশন এলাকায় কারবার চালাত এই অরবিন্দ। স্থানীয় ড্রাগ পেডলারদের থেকেই হেরোইন আমদানি করতো সে। তারপর এই মারণ ড্রাগ তুলে দিত কলেজ স্ট্রিট এবং শিয়ালদহ চত্বরের বিভিন্ন স্কুলের পড়ুয়াদের হাতে। জানা গিয়েছে, অরবিন্দের একচেটিয়া কারবারে কার্যত নেশা-সক্তদের ঠেক হয়ে উঠেছিল মেডিক্যাল কলেজের চত্ত্বর।
পুলিশ সূত্রে খবর, মূলত কলেজ স্ট্রিট এবং শিয়ালদহ স্টেশন এলাকায় কারবার চালাত এই অরবিন্দ। স্থানীয় ড্রাগ পেডলারদের থেকেই হেরোইন আমদানি করতো সে। তারপর এই মারণ ড্রাগ তুলে দিত কলেজ স্ট্রিট এবং শিয়ালদহ চত্বরের বিভিন্ন স্কুলের পড়ুয়াদের হাতে। জানা গিয়েছে, অরবিন্দের একচেটিয়া কারবারে কার্যত নেশা-সক্তদের ঠেক হয়ে উঠেছিল মেডিক্যাল কলেজের চত্ত্বর।
Loading...
কোন মন্তব্য নেই