নির্বাচনের আগে পাহাড়ে ফিরছেন বিমল গুরুং!
নজরবন্দি ব্যুরো: অনেকদিন পরে প্রকাশ্যে আসার বার্তা দিলেন বিমল গুরুং। লোকসভা নির্বাচনের আগেই পাহাড়ে ফিরবেন বলে জানিয়েছেন তিনি। গোপন ডেরা থেকে ভিডিয়ো বার্তায় জানালেন গোর্খা জনমুক্তি মোর্চা নেতা বিমল গুরুং।
গোর্খাদের স্বার্থে পাহাড়ের সমস্ত রাজনৈতিক দলকে একসাথে লড়াই করার অনুরোধ করলেন তিনি। একই সঙ্গে সমালোচনা করলেন বিনয় তামাং গোষ্ঠীদেরও।
এই ভিডিয়ো বার্তায় বিমল গুরুং পাহাড়ের গোর্খা-সহ দেশের সমস্ত মানুষকে হোলির শুভেচ্ছা জানান।
এদিন তিনি বলেন, 'লোকসভা নির্বাচনের আগেই পাহাড়ে ফিরছি।' তবে নির্দিষ্ট কোনও দিনক্ষণ উল্লেখ করন নি তিনি। একই সঙ্গে পাহাড়ের সমস্ত রাজনৈতিক দলকে একজোট হওয়ার ডাক দিয়েছেন তিনি।
বিমল গুরুঙের অভিযোগ, 'পুলিশের সাহায্যে পাহাড়ে মৌরসিপাট্টা চালাচ্ছে বিনয় তামাং ও অনীক থাপা। গোর্খা-ল্যান্ডের দাবিতে আন্দোলন করতে গিয়ে যাঁদের মৃত্যু হয়েছে তাদের কথা ভুলে গেছে ক্ষমতাসীন গোষ্ঠী।'
এই ভিডিয়ো বার্তায় বিমল গুরুং পাহাড়ের গোর্খা-সহ দেশের সমস্ত মানুষকে হোলির শুভেচ্ছা জানান।
বিমল গুরুঙের অভিযোগ, 'পুলিশের সাহায্যে পাহাড়ে মৌরসিপাট্টা চালাচ্ছে বিনয় তামাং ও অনীক থাপা। গোর্খা-ল্যান্ডের দাবিতে আন্দোলন করতে গিয়ে যাঁদের মৃত্যু হয়েছে তাদের কথা ভুলে গেছে ক্ষমতাসীন গোষ্ঠী।'
Loading...
কোন মন্তব্য নেই