শিখর-রোহিতের যুগল বন্দিতে রানের পাহাড়ে ভারত।
নজরবন্দি ব্যুরোঃ মোহালিতে চতুর্থ একদিনের ম্যাচে ফর্মে ফিরলেন ভারতের দুই ওপেনার। শিখর করলেন কেরিয়ারের সর্বোচ্চ ১৪৫ রান। রোহিত শর্মা থামলেন শতরান থেকে ৫ রান দূরে।
১৯৩ রানের এই রেকর্ড ওপেনিং জুটির পর ২৪ বলে ৩৬ রান ও ১৫ বলে ২৬ রানের দুটি ক্যামিও ইনিংস খেললেন যথাক্রমে ঋষভ পন্থ ও বিজয় শঙ্কর। ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ৩৫৮ রানের পাহাড়ে পৌঁছল ভারত।
Loading...
কোন মন্তব্য নেই