Header Ads

দল ছাড়ছেন সব্যসাচী দত্ত? কি বললেন এই তৃণমূল নেতা

নজরবন্দি ব্যুরো:  বিধাননগরের মেয়র সব্যসাচী দত্তের বাড়িতে বিজেপি নেতা মুকুল রায়ের আগমন ঘিরে গত দুদিন ধরে তোলপাড় হচ্ছে রাজ্যের রাজনৈতিক মহল। তিনি দাবি করেন, মুকুল রায়ের সঙ্গে তাঁর দাদা-ভাইয়ের সম্পর্ক।
এই জল্পনা প্রথম শুরু হয় লোকসভা ভোটের আগেই তৃণমূল ছাড়ছেন সব্যসাচী দত্ত? বারাসত থেকে বিজেপি প্রার্থী হতে পারেন তিনি। এই পরিস্থিতিতে তাঁর তৃণমূল ত্যাগ প্রসঙ্গে মুখ খুললেন সব্যসাচী দত্ত। স্পষ্ট ভাষায় জানালেন, " আমি দলে ছিলাম, দলে আছি, দলে থাকব।"

আজ বিকেল শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে দলের তরফে বৈঠক ডাকা হয়।
ওই বৈঠকের পর পৌরমন্ত্রী ফিরহাদ হাকিম, খাদ্যমন্ত্রী তথা উত্তর ২৪ পরগনা জেলা তৃণমূল সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিক ও দমকলমন্ত্রী তথা বিধাননগর বিধায়ক সুজিত বসুকে পাশে নিয়ে বিধাননগরের মেয়র সাফ খারিজ করে দেন, দলত্যাগের সম্ভাবনার কথা। স্পষ্ট জানান, তিনি তৃণমূল কংগ্রেসে ছিলেন। তৃণমূল কংগ্রেসে আছেন। তৃণমূল কংগ্রেসেই থাকবেন।

Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.