Header Ads

ঘোষণা হল লোকসভা ভোটের দিন।

নজরবন্দি ব্যুরোঃ দিল্লির বিজ্ঞান ভবনে সাংবাদিক বৈঠকে ২০১৯ লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করলেন মুখ্য নির্বাচন কমিশনার।
 মোট ৭ দফায় হবে লোকসভা নির্বাচন।
 প্রথম দফার ভোট হবে ১১ এপ্রিল,
 দ্বিতীয় দফার ভোট ১৮ এপ্রিল,
 তৃতীয় দফার ভোট ২৩ এপ্রিল,
 চতুর্থ দফার ভোট ২৯ এপ্রিল,
 পঞ্চম দফার ভোট ৬ মে,
 ষষ্ঠ দফার ভোট ১২ মে এবং
 সপ্তম দফার ভোটগ্রহণ হবে ১৯ মে।
 ভোটগণনা হবে ২৩ মে।

 ভোটের নিয়মঃ সমস্ত সোশ্যাল মিডিয়ায় প্রচারের নথি জমা দিতে হবে নির্বাচন কমিশনে। অ্যান্ড্রয়েড অ্যাপের মাধ্যমে নির্বাচন কমিশনে অভিযোগ জানানো যাবে। ভোটের ৪৮ ঘণ্টা আগে সমস্ত কেন্দ্রে মাইক, লাউড স্পিকার ব্যবহার নিষিদ্ধ। ভোটারদের আস্থা ফেরাতে নিয়মিত রুট মার্চ এবং পেট্রোলিং চলবে। ভোটের দিন কোনও রকম অশান্তি হলে কড়া হাতে মোকাবিলা করা হবে। একটি অ্যাপ চালু করা হয়েছে। যাতে সাধারণ মানুষ কমিশনে অভিযোগ জানাতে পারবেন। নগদে কোথাও লেনদেন হলে তার উপর কড়া নজরদারি থাকবে। কেউ অভিযোগ জানালে তাঁর নিরাপত্তার বন্দোবস্ত করবে কমিশন।
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.