এবার অনশনের পথে আপারের পরীক্ষার্থীরা!
নজরবন্দি ব্যুরো: রাজ্যে শিক্ষক নিয়োগ নিয়ে অস্বচ্ছতার অভিযোগ অনেক দিনের। রাজ্যে একাধিক শিক্ষক নিয়োগের পরীক্ষায় যোগ্য প্রার্থীর সুযোগ না দিয়ে অপেক্ষাকৃত কম নাম্বার পাওয়া পরীক্ষার্থীদের সুযোগ দেওয়ার অভিযোগ তুলেছেন এসএসসি পরীক্ষার্থীরা। স্বচ্ছভাবে নিয়োগের দাবিতে টানা ২৭ দিন অনশন চালিয়ে যাচ্ছেন রাজ্যের হবু শিক্ষকরা।
এবার একই দাবিতে অনশনে বসতে চলেছেন আপার প্রাইমারিতে ডাক না পাওয়া পরীক্ষার্থীদের একটা বড় অংশ। আপারের এই প্রতিবাদ আন্দোলনের আয়োজক সিদ্ধার্থ কুমার মাল নজরবন্দি ডট ইন এর প্রতিনিধিকে বলেন,
১। সিট আপডেটের কথা আগেই বলেছিলেন কমিশনের চেয়ারম্যান। কিন্তু সেই সিট আপডেট হল না কেন? যেখানে গেজেটে পরিষ্কার ভাবে উল্লেখ আছে ইন্টারর্ভিউ লিস্ট প্রকাশের ১৫ দিন আগে পর্যন্ত সিট আপডেট করতে হবে।
২। পর্যাপ্ত ট্রেন্ড প্রার্থী থাকার পরেও কেনও আন-ট্রেন্ডদের ডাকা হল।
৩। বেশি স্কোরের প্রার্থীদের সুযোগ দিতে হবে। তা না করে কেনও কম স্কোরের প্রার্থীদের সুযোগ দেওয়া হল।
৪। পিডিএফ দিতেই হবে।
৫। সন্দেহের তালিকায় থাকা প্রার্থীদের যাবতীয় তথ্য প্রকাশ্যে আনতে হবে।
এবার একই দাবিতে অনশনে বসতে চলেছেন আপার প্রাইমারিতে ডাক না পাওয়া পরীক্ষার্থীদের একটা বড় অংশ। আপারের এই প্রতিবাদ আন্দোলনের আয়োজক সিদ্ধার্থ কুমার মাল নজরবন্দি ডট ইন এর প্রতিনিধিকে বলেন,
২। পর্যাপ্ত ট্রেন্ড প্রার্থী থাকার পরেও কেনও আন-ট্রেন্ডদের ডাকা হল।
৩। বেশি স্কোরের প্রার্থীদের সুযোগ দিতে হবে। তা না করে কেনও কম স্কোরের প্রার্থীদের সুযোগ দেওয়া হল।
৪। পিডিএফ দিতেই হবে।
৫। সন্দেহের তালিকায় থাকা প্রার্থীদের যাবতীয় তথ্য প্রকাশ্যে আনতে হবে।
Loading...
কোন মন্তব্য নেই