উত্তরবঙ্গের ৫ জেলায় কালবৈশাখীর সম্ভবনা।
নজরবন্দি ব্যুরোঃ উত্তরবঙ্গের ৫ জেলায় কালবৈশাখী দাপট দেখাতে পারে। বজ্রবিদ্যুত্-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে সেখানে। এমনকী ঘন্টায় ৫০ কিলোমিটার বেগে বইতে পারে ঝড়। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, দুই দিনাজপুরে সতর্কতা জারি করা হয়েছে বলে খবর। আগামী ৪৮ ঘন্টায় কলকাতা-সহ দক্ষিণবঙ্গেও ঝড়বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। বুধবার বিকেলে ঝড়বৃষ্টির সম্ভাবনা বেশি।
আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, গরম থেকে সাময়িক রেহাই দিতে মঙ্গলবার দুপুরের পর কালবৈশাখী বয়ে যেতে পারে দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অঞ্চলে। তবে এপ্রিলের শুরুতে প্রবল দুর্যোগের আশঙ্কা রয়েছে গোটা রাজ্যে। শুক্রবার সন্ধ্যায় কালবৈশাখী বয়ে যাওয়ার পর শনিবার থেকেই বাড়তে থাকে পারদ। সোমবার কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছে গিয়েছে ৩৫ ডিগ্রি সেলসিয়াসে।
আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, গরম থেকে সাময়িক রেহাই দিতে মঙ্গলবার দুপুরের পর কালবৈশাখী বয়ে যেতে পারে দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অঞ্চলে। তবে এপ্রিলের শুরুতে প্রবল দুর্যোগের আশঙ্কা রয়েছে গোটা রাজ্যে। শুক্রবার সন্ধ্যায় কালবৈশাখী বয়ে যাওয়ার পর শনিবার থেকেই বাড়তে থাকে পারদ। সোমবার কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছে গিয়েছে ৩৫ ডিগ্রি সেলসিয়াসে।
Loading...
কোন মন্তব্য নেই