টাকার প্রলোভন দেখিয়ে RSP-র এক নেতাকে প্রার্থী করতে চায় কংগ্রেস! বিস্ফোরক বিমান বসু
নজরবন্দি ব্যুরো: এই রাজ্যে বাম-কংগ্রেস জোটের যে সম্ভাবনা তৈরি হয়েছিল বাস্তবে সেই জোট ভেস্তে যায়। বামেরা ও কংগ্রেস এই রাজ্যের প্রায় সব আসনে তারা আলাদা আলাদা করে প্রার্থী দিয়েছে।
আর এই জোট ভাঙার দায় কার? এই নিয়ে দুই শিবিরের মধ্যে এখন কাদা ছোড়াছুঁড়ি চরমে। বিমান বসু আগেই এই জোট ভাঙার প্রসঙ্গে কংগ্রেসের ঘাড়ে দোষ চাপিয়ে এর পিছনে 'মানির' খেলা আছে বলে অভিযোগ করেছিলেন।
এবার তিনি আরও বড় অভিযোগ করলেন। আজ বালুরঘাটে একটি সভায় যোগ দিতে এসে বিমান বসু বলেন, তার কাছে পাকা খবর আছে মুর্শিদাবাদে আর এস পি দলের বিশ্বনাথ ব্যানার্জীকে টাকার প্রলোভন দেখিয়ে প্রার্থী করার চেষ্টা করা হয়।
আকার ইঙ্গিতে কংগ্রেসের দিকে অভিযোগের আঙুল তোলেন তিনি।
যদিও এই অভিযোগ মানতে চান নি প্রদেশ কংগ্রেস সভাপতি। বিমান বসুর এই অভিযোগ উড়িয়ে এই জোট ভাঙার দায় বামেদের ঘাড়ে চাপিয়ে দেন প্রদেশ সভাপতি।
আর এই জোট ভাঙার দায় কার? এই নিয়ে দুই শিবিরের মধ্যে এখন কাদা ছোড়াছুঁড়ি চরমে। বিমান বসু আগেই এই জোট ভাঙার প্রসঙ্গে কংগ্রেসের ঘাড়ে দোষ চাপিয়ে এর পিছনে 'মানির' খেলা আছে বলে অভিযোগ করেছিলেন।
এবার তিনি আরও বড় অভিযোগ করলেন। আজ বালুরঘাটে একটি সভায় যোগ দিতে এসে বিমান বসু বলেন, তার কাছে পাকা খবর আছে মুর্শিদাবাদে আর এস পি দলের বিশ্বনাথ ব্যানার্জীকে টাকার প্রলোভন দেখিয়ে প্রার্থী করার চেষ্টা করা হয়।
যদিও এই অভিযোগ মানতে চান নি প্রদেশ কংগ্রেস সভাপতি। বিমান বসুর এই অভিযোগ উড়িয়ে এই জোট ভাঙার দায় বামেদের ঘাড়ে চাপিয়ে দেন প্রদেশ সভাপতি।
Loading...
কোন মন্তব্য নেই