Header Ads

২০২১ এর আগে তৃণমূল শেষ? ১০০ তৃণমূল বিধায়ক যোগ দেবেন বিজেপিতে।

নজরবন্দি ব্যুরো: মুকুল রায় তৃণমূল ছাড়ার পর থেকে রাজনৈতিক মহলের একটা বড় অংশের ধারণা ছিল, মুকুল রায়ের হাত ধরে বিজেপিতে যেতে পারেন একাধিক তৃণমূলের হেভি-ওয়েট নেতারা।
সেই আলোচনায় উঠে আসছিল অনেক নাম। এবার অর্জুন সিং বিজেপিতে যোগদানের পর খোলাখুলিই জানিয়ে দিলেন ১০০ বিধায়ক দল ছাড়ার লাইনে রয়েছেন।
এবার বারাকপুর কেন্দ্রে টিকিট না পেয়ে তৃণমূল ছেড়ে মুকুল রায়ের হাত ধরে বিজেপিতে যোগ দেন অর্জুন সিং। তিনি বলেন, শুধু লোকসভা ভোটের ফলাফলটা বের হতে দিন, তারপরই দেখবেন চমক। ২৩ মে-র পর অন্তত ১০০ বিধায়ক যোগ দেবেন বিজেপিতে। .
তিনি আরও বলেন, রাজ্যে তৃণমূল সরকার থাকবে না।
অর্জুন সিংয়ের কথায়, লোকসভা ভোটের পর রাজ্যে তৃণমূল বলে কিছু থাকবে না। থাকবে না তৃণমূল সরকারও। সব উল্টে যাবে। ২০২১-এর আগেই রাজ্যে পরিবর্তন আসবে। সেদিকেই এগিয়ে যাচ্ছে রাজ্য। এবার লোকসভা ভোট থেকেই পরিবর্তনের সূচনা হবে। তৃণমূলের শতাধিক বিধায়ক পা বাড়িয়ে রয়েছেন গেরুয়া শিবিরে যোগ দেওয়া জন্য। তাঁরা শুধু দেখতে চাইছে লোকসভার ফলাফল।



Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.