মহাজোট চূড়ান্ত বিহারে, বাকি শুধু আনুষ্ঠানিক ঘোষণার।
নজরবন্দি ব্যুরো: বহু বিতর্কের পরে বিহারে বিজেপি বিরোধী 'মহাজোট' পাকা। যদিও এখন বাকি শুধু আনুষ্ঠানিক ঘোষণার। কোন আসনে কোন দল লড়বে সেই ঘোষণা ২-১ দিনের মধ্যেই হবে। এমনই দাবি করেছেন রাষ্ট্রীয় জনতা দলের নেতা তেজস্বী যাদব।
এক সূত্রের দাবি, জোট নিয়ে একাধিকবার বৈঠকে বসলেও কয়েকটি আসনের দাবিতে জোট শরিকদের মধ্যে মতভেদ তৈরি হয়।
আর তার ফলে বিহারে জোট নিয়ে সংশয় তৈরি হয়। এক সময় রাজনৈতিক মহলের একটা অংশের ধারণা হয়ে ছিল বিহারে হয়ত বিজেপি বিরোধী জোট নাও হতে পারে।
সম্ভবত শুক্রবার (২২ মার্চ) আনুষ্ঠানিকভাবে মহাজোটের আসন ফর্মুলা ঘোষণা করা হবে।
রাজ্যের ৪০ আসনের মধ্যে কংগ্রেস দাবি করেছিল ১১টি। কিন্তু, বিরোধী শিবিরের বড় দল আরজেডি তাদের ৯টি আসন ছাড়তে রাজি হয়। কংগ্রেস ওই ফর্মুলায় রাজিও হয়েছে। আরজেডি ১৯-২০টি আসনে লড়বে। বাকি আসন ছোট শরিকদের ভাগ করে দেওয়া হবে। আরজেডি নেতা তেজস্বী যাদব এদিন বলেছেন, 'বিহারে মহাজোট প্রায় চূড়ান্ত। শক্তিশালী এই জোট বিজেপি-র বিরুদ্ধে লড়াই করতে তৈরি। কে কোথায় লড়বেন তা হোলির পরে আনুষ্ঠানিকভাবে জানান হবে।'
এক সূত্রের দাবি, জোট নিয়ে একাধিকবার বৈঠকে বসলেও কয়েকটি আসনের দাবিতে জোট শরিকদের মধ্যে মতভেদ তৈরি হয়।
আর তার ফলে বিহারে জোট নিয়ে সংশয় তৈরি হয়। এক সময় রাজনৈতিক মহলের একটা অংশের ধারণা হয়ে ছিল বিহারে হয়ত বিজেপি বিরোধী জোট নাও হতে পারে।
সম্ভবত শুক্রবার (২২ মার্চ) আনুষ্ঠানিকভাবে মহাজোটের আসন ফর্মুলা ঘোষণা করা হবে।
Loading...
কোন মন্তব্য নেই