Header Ads

সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করে হামলা পাকিস্তানের রেঞ্জার্সদের। শহিদ হলেন এক সেনা জওয়ান।

নজরবন্দি ব্যুরোঃ মুখে শান্তির কথা বললেও সেটা বাস্তবে কখনই করেনি পাকিস্থান। ফলে প্রতি বারের মতো আবারও লঙ্ঘন করল সংঘর্ষবিরতি চুক্তি। আর সেই হামলায় শহিদ হলেন এক সেনা জওয়ান।বৃহস্পতিবার সকাল থেকে জম্মু-কাশ্মীরের রাজৌরি জেলায় নিয়ন্ত্রণরেখার ওপার থেকে হামলা চালাতে শুরু করে পাকিস্তানের রেঞ্জার্সরা।

 ভারতের সুন্দরবেণী সেক্টরের দিক থেকে সেনার তরফে যোগ্য জবাব দেওয়া শুরু হয়। তার পরই পাকিস্তানের তরফে হামলার ঝাঁঝ কমিয়ে দেওয়া হয়। কিন্তু তাদের হামলায় এক সেনা জওয়ান শহিদ হলেন।


No comments

Theme images by lishenjun. Powered by Blogger.