Header Ads

বারাকপুর থেকে অর্জুন সিংকে প্রার্থী করতে চলেছে বঙ্গ বিজেপি!

নজরবন্দি ব্যুরো: সদ্য তৃণমূল ছেড়ে বিজেপিতে নাম লিখিয়েছেন অর্জুন সিং। আর এর পর থেকে ভাটপাড়ায় উত্তেজনা চরমে।  তবে দোলের দিন রাজনৈতিক টানাপোড়েন ভুলে রং মাখলেন সবাই।
তবে অর্জুন সিংয়ের দাবি, আসল দোল হবে ২৩ মে।
আজ নিজের খাসতালুক মেঘনা জুট মিল এলাকায় দোল খেলেন অর্জুন সিং। রং মাখার সময় উঠল, 'ভারত মাতা কি জয়', 'অর্জুন সিং জিন্দাবাদ স্লোগান'। যদিও উৎসবের আবহে বাদ যায় নি রাজনীতির প্রসঙ্গ। বারাকপুরে কে জিতবে? উত্তরে অর্জুন বলেন, ' ভূমিপুত্র সবসময় সাধারণ মানুষের সঙ্গে থাকবে।
আকাশপুত্র আকাশে থাকবে।'২৩ মে কি ফল হবে ভাটপাড়ায়? এর উত্তরে তিনি বলেন, '২৩ মে এই দোলের থেকেও হাজার গুন বড় দোল হবে এখানে।' বলে রাখি, ২৩ মে লোকসভা নির্বাচনের ভোটগণনা। সূত্রের খবর, বারাকপুর থেকে অর্জুন সিংকে প্রার্থী করতে চলেছে বঙ্গ বিজেপি। 
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.