Header Ads

নীরব মোদীকে ভারতে আনার তৎপরতা শুরু করলো সরকার।

নজরবন্দি ব্যুরোঃ ব্যাঙ্ক প্রতারণায় অভিযুক্ত নীরব মোদীকে ২৯ মার্চ পর্যন্ত তাকে জেল হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে ব্রিটেনের আদালত। এর পরই নীরবকে দেশে ফেরাতে তত্পর হয়ে উঠল ভারত। ব্রিটেনের প্রত্যর্পণের নিয়ম বেশ জটিল। সেই জটিলতার আবর্তে পড়েই বিজয় মালিয়াকে ভারতে ফেরানোর প্রক্রিয়া দীর্ঘায়িত হয়ে যায়। এবার আর সেই ভুল করতে নারাজ ভারত সরকার।

 সেই কারণে প্রত্যেকটি তদন্তকারী সংস্থাকে নিজেদের মতো করে চূড়ান্ত প্রস্তুতি নিতে নির্দেশ দেওয়া হয়েছে। বিদেশমন্ত্রকের মুখপাত্র রবীশ কুমার জানিয়েছেন, নীরব মোদীকে প্রত্যর্পণের জন্য ব্রিটেনের সঙ্গে ভারত যোগাযোগ রাখছে। ওয়েস্ট মিনিস্টার ম্যাজিস্ট্রেট আদালতের জারি করা গ্রেফতারি পরোয়ানার জেরেই নীরবকে গ্রেফতার করেছে ব্রিটেন। ব্রিটেনের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন বিদেশমন্ত্রকের মুখপাত্র রবীশ কুমার।
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.