Header Ads

চাচি ৪২০-এর এই ছোট্ট তারকা এখন কি করে জানেন?

নজরবন্দি ব্যুরো: একটু ফ্ল্যাশব্যাকে যাওয়া যাক। মনে পড়ে চাচি ৪২০-এ তাব্বুর সেই ছোট্ট মেয়ে 'ভারতী'-কে? ১৯৯৭ সালে মুক্তিপ্রাপ্ত এই ছবিটি সেসময় হিট ছবির মধ্যে একটি।
সেই ছবিটি তাব্বু-কমল হাসান জুটির পাশাপাশি ছবিতে সেই শিশু শিল্পীটিও দর্শকদের মনে বেশ দাগ কেটে ছিল। চাচি ৪২০ ছবির এই ছোট্ট তারকাও বর্তমানে বলিউডের এক জনপ্রিয় নায়িকা।
 তাঁকে চেনেন? ইনি আসলে 'দঙ্গল গার্ল' ফতিমা সানা শেখ। বর্তমানে সেই ছোট্ট ফতিমা ওরফে ভারতীর বয়স ২৭ এর কাছাকাছি হবে। মঙ্গলবারই নিজের ছেলেবেলার সেই পুরনো ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন ফতিমা।
১৯৯৩ সালে হলিউড ফিল্ম 'মিসেস ডাউট ফায়ার'-এর রিমেক হল 'চাচি-৪২০' ছবিটি।
'মিসেস ডাউট ফায়ার' ছবির তারকা ছিলেন রবিন উইলিয়ামস। তবে শুধু চাচি ৪২০-ই নয়। ছেলেবেলায় ''লেডিস স্পেশাল'', ''আগলে জনম বিটিয়া কি জো''-র মতো ধারাবাহিকেও দেখা যায় ফতিমা সানা শেখ। পাশাপাশি 'বিট্টু বস', 'আকাশবাণী'-র মতোও ছবিতে দেখা গিয়ে ছিল এই অভিনেত্রীকে। 
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.