নির্বাচনের ঠিক আগেই মুক্তি পেল মোদীর বায়োপিকের ট্রেলার!
নজরবন্দি ব্যুরো: শেষ কয়েক মাসে যে সব সিনেমাগুলি নিয়ে সবচেয়ে বেশি চর্চা হয়েছে, তার মধ্যে একেবারের প্রথমের দিকে থাকবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বায়োপিক।
সিনেমার পরিকল্পনার খবর সামনে আসার পর থেকেই বারবার প্রচারের শিরোনামে এসেছে এই সিনেমা।
মোদীর ভূমিকায় কে থাকবেন, মোদীর ফার্স্টলুক কেমন হল, সব জানতেই প্রবল আগ্রহ ছিল সিটিজেন থেকে নেটিজেন, সবার মধ্যেই।
স্বাভাবিকভাবেই তাই মোদীর বায়োপিকের ট্রেলার প্রকাশ্যে আসতে, তা নিয়ে হইচই শুরু হয়েছে গোটা দেশ জুড়ে। বুধবার বিবেক ওবেরয় অভিনীত ওই সিনেমার ট্রেলার প্রকাশ্যে আসে।
বেশ কিছু বছর বলিউডে দেখা নেই বিবেক ওবেরয়ের।
অবশেষে এবার তিনি ফিরছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভূমিকায়। এখানে নরেন্দ্র মোদীর জীবনের বিভিন্ন অংশ তুলে ধরা হবে। ফলে ন'টি লুকে দেখা যাবে অভিনেতা বিবেককে। ৭ জানুয়ারি মোদীর বায়োপিকের ফার্স্টলুক সামনে এসেছিল। তখন মনে করা হয়েছিল ওই সিনেমা মুক্তি পাবে এই বছরের মাঝামাঝি। কিন্তু পরে জানা যায় এপ্রিলেই মুক্তি পাবে মোদীর বায়োপিক।
সিনেমার পরিকল্পনার খবর সামনে আসার পর থেকেই বারবার প্রচারের শিরোনামে এসেছে এই সিনেমা।
মোদীর ভূমিকায় কে থাকবেন, মোদীর ফার্স্টলুক কেমন হল, সব জানতেই প্রবল আগ্রহ ছিল সিটিজেন থেকে নেটিজেন, সবার মধ্যেই।
স্বাভাবিকভাবেই তাই মোদীর বায়োপিকের ট্রেলার প্রকাশ্যে আসতে, তা নিয়ে হইচই শুরু হয়েছে গোটা দেশ জুড়ে। বুধবার বিবেক ওবেরয় অভিনীত ওই সিনেমার ট্রেলার প্রকাশ্যে আসে।
বেশ কিছু বছর বলিউডে দেখা নেই বিবেক ওবেরয়ের।
Loading...
কোন মন্তব্য নেই