ভারতের মাটিতে ফের সন্ত্রাস হামলা নিয়ে পাকিস্থানকে হুঁশিয়ারি দিল ট্রাম্প প্রশাসন।
নজরবন্দি ব্যুরোঃ পাকিস্তানকে হুঁশিয়ারির সুরে এদিন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন জানায়, আর একটাও যদি সন্ত্রাস হামলা ভারতের মাটিতে হয়, তাহলে তার থেকে বড় সমস্যা আর কিছু হবে না।মার্কিন যুক্তরাষ্ট্রের তরফে হোয়াইট হাউসের এক আমলা জানিয়েছেন, পাকিস্তান যে জঙ্গিদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নিচ্ছে তা প্রকাশ্যেআসতে হবে। যাতে দুই দেশের মধ্যে কোনও রকমের উত্তেজনা তৈরি না হয়, তার জন্য লস্কর ও জইশের বিরুদ্ধে পাকিস্তানকে ব্যবস্থা নেওয়ার কথা জানায় মার্কিন যুক্তরাষ্ট্র।
যদি পাকিস্তান এই বিষয়ে ব্যবস্থা না নেয় আর ভারতের মাটিতে কোনও সন্ত্রাস হামলা হয়ে যায়,তাহলে তা দুটি দেশের জন্য বিপদজনক হয়ে উঠবে।মার্কিন যুক্তরাষ্ট্র স্পষ্ট বার্তায় হাফিজ সইদের নাম না করে জানিয়েছে, পাকিস্তান এর আগে অনেক ক্ষেত্রে জঙ্গিদের গ্রেফতার করেছে, তবে তারপরই ছেড়ে দিয়েছে। সারা দেশে জঙ্গি নেতারা লাগামছাড়া ভাবে ঘুরছে। এবার পাকিস্তান যে ব্যবস্থা নিচ্ছে , তা দেখতে চাই।
Loading...
কোন মন্তব্য নেই