Header Ads

খতম পুলওয়ামার ষড়যন্ত্রকারী জঙ্গি।

নজরবন্দি ব্যুরোঃ রবিবার প্রায় মধ্যরাত পর্যন্ত জম্মু-কাশ্মীরের ত্রালে চলেছে সেনা জঙ্গি সংঘর্ষ। তাতে যে তিন জৈশ-ই-মহম্মদ জঙ্গিকে নিকেশ করেছে সেনাবাহিনী তার মধ্যে পুলওয়ামা হামলার অন্যতম চক্রী রয়েছে বলে দাবি বাহিনীর। মুদসির আহমেদ খান ওরফে মহম্মদ ভাই নামে ওই জৈশ জঙ্গি এলাকায় ইলেকট্রিশিয়ান হিসেবেই পরিচিত ছিলেন।
গত রবিবার জম্মু কাশ্মীরের পুলওয়ামা জেলার পিংলিস গ্রামে জঙ্গিরা লুকিয়ে আছে বলে খবর পায় যৌথবাহিনী। তারা গ্রাম ঘিরে ফেলে গুলিবর্ষণ শুরু করে। শুরু হয় ২ পক্ষে গুলির লড়াই। আর সেই গুলিতেই মারা গিয়েছেন মুদসির আহমেদ বলে দাবী সেনার।
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.