সীমান্তে ৩টি পাক ড্রোন গুলি করে নামাল বিএসএফ!
নজরবন্দি ব্যুরো: আবার সীমান্তে পার হয়ে ভারতে ঢুকে পড়ল পাক ড্রোন। সোমবার একেবারে তিন-তিনটি পাকিস্তানি ড্রোন দেখা গেল রাজস্থান এবং পাঞ্জাবের সীমান্ত অঞ্চলে ঘুরে-বেড়াতে।
ড্রোন তিনটিকে গুলি করে নামিয়েছে ভারতীয় সেনা। সূত্রের খবর, ভারতে নজরদারির জন্য ড্রোনগুলিকে পাঠানো হয়েছিল। রাজস্থানের শ্রীগঙ্গানগর সেক্টর এবং পাঞ্জাবের ফজিলকা সেক্টরে হানা দেওয়া পাক ড্রোনগুলি বেশ উন্নত। ওই ড্রোন তিনটি লেজার গাইডেড, ক্ষেপণাস্ত্র বহনে সক্ষম ওই ড্রোনগুলি। তবে বিএসএফ সূত্রে খবর, গুলি করে যে ড্রোনগুলিকে নামানো হয়েছে তাতে ক্ষেপণাস্ত্র ছিল না।
পুলওয়ামা হামলার পরে এনিয়ে বেশ কয়েকটি পাক ড্রোন ঢুকে পড়েছে ভারতীয় সীমান্তে।
ড্রোন তিনটিকে গুলি করে নামিয়েছে ভারতীয় সেনা। সূত্রের খবর, ভারতে নজরদারির জন্য ড্রোনগুলিকে পাঠানো হয়েছিল। রাজস্থানের শ্রীগঙ্গানগর সেক্টর এবং পাঞ্জাবের ফজিলকা সেক্টরে হানা দেওয়া পাক ড্রোনগুলি বেশ উন্নত। ওই ড্রোন তিনটি লেজার গাইডেড, ক্ষেপণাস্ত্র বহনে সক্ষম ওই ড্রোনগুলি। তবে বিএসএফ সূত্রে খবর, গুলি করে যে ড্রোনগুলিকে নামানো হয়েছে তাতে ক্ষেপণাস্ত্র ছিল না।
পুলওয়ামা হামলার পরে এনিয়ে বেশ কয়েকটি পাক ড্রোন ঢুকে পড়েছে ভারতীয় সীমান্তে।
Loading...
কোন মন্তব্য নেই