Header Ads

ইথিওপিয়ার বিমান দুর্ঘটনায় ১৫৭ জন মৃত যাত্রীদের মধ্যে ৪ ভারতীয়। শোক প্রকাশ সুষমার।

নজরবন্দি ব্যুরোঃ ইথিওপিয়ার বিমান দুর্ঘটনায় ১৫৭ জন যাত্রী প্রাণ হারিয়েছেন। তার মধ্যে রয়েছেন ৪ ভারতীয়ও। রবিবার এই বিমান দুর্ঘটনা ঘটে ইথিওপিয়ার রাজধানী অ্যাডিস আবাবা-য়। বিমানটি কেনিয়ার রাজধানী নাইরোবির দিকে যাচ্ছিল। বিমান থাকা সকলেই প্রয়াত হয়েছেন বলে জানা গিয়েছে।

ইথিওপিয়ার ভারতীয় দূতাবাস থেকে পাওয়া খবরের পর বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ জানিয়েছেন, নিহত ভারতীয়রা হলেন - বিদ্যা পন্নাগেশ ভাস্কর, বিদ্যা হনসিন অন্নগেশ, নুকাভারাপু মনীশা ও শিখা গর্গ। এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ।
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.