Header Ads

কংগ্রেসে’র প্রার্থী তালিকা ঘোষণা আজ!

নজরবন্দি ব্যুরো: কংগ্রেস বাংলায় একলা লড়বে নাকি সিপিআই(এম) এর সঙ্গে হাত মেলাবে, তা কিছুক্ষণের মধ্যে অফিসিয়ালি স্পষ্ট করবেন কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি রাহুল গান্ধী।
আজ সকালে দিল্লিতে কংগ্রেসের কেন্দ্রীয় নির্বাচনী কমিটির বৈঠক বসেছে। সেই বৈঠকে উপস্থিত রয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র। সূত্রের খবর, আজকেই বাংলার প্রার্থী তালিকা ঘোষণা করতে চলেছে কংগ্রেস।
সিপিআই(এম) এর শর্ত মেনে কংগ্রেস জোট করবে কিনা-তা চূড়ান্ত করতে গত কয়েকদিন ধরে বৈঠকের পর বৈঠক করেছেন বিধানভবনের কর্তারা।
সেই বৈঠকে সবাই এক মত, মাথা নত করে বামেদের সঙ্গে জোট সম্ভব নয়। গতকাল রবিবার বিকেলে ভিডিও কনফারেন্সে রাহুল গান্ধীকে সেকথা জানান বঙ্গ কংগ্রেসের সভাপতি। দিল্লির কোর্টে বল ঠেলে সংবাদমাধ্যমকে তিনি বলেন, অসম্মানের জোট আমরা চাই না। এরপর হাই-কম্যান্ড যা সিদ্ধান্ত নেবে সেটাই মানবে বঙ্গ কংগ্রেস।

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.