Header Ads

খুনের দায়ে জেলে থাকা ব্যক্তির জামিনের জন্য উদ্যোগ নিলেন কেষ্ট!

নজরবন্দি ব্যুরো: বিতর্ক অনুব্রত মণ্ডলের যেন পিছু ছাড়ছে না। এবার আবার অনুব্রত মণ্ডল ওরফে কেষ্টর বিরুদ্ধে আদর্শ আচরণবিধি ভাঙার অভিযোগ উঠল।
দলের সভা থেকে খুনের দায়ে অভিযুক্ত ব্যক্তিকে জামিন করানোর নির্দেশ দিলেন বীরভূমের তৃণমূল জেলা সভাপতি। যা নিয়ে শুর চড়াচ্ছে বিরোধী রাজনৈতিক দলের প্রতিনিধিরা। বিষয়টি কমিশনকে জানানো হবে বলে দাবি করা হয়েছে।

২০১৮ অক্টোবর মাসের ঘটনা। শাসক দলের খয়ড়াশোল ব্লক সভাপতি দীপক ঘোষের ওপর অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীরা প্রাণঘাতী হামলা চালায়। চলে গুলি। এমনকি ধারালো অস্ত্র দিয়ে তাঁকে আঘাত পর্যন্ত করা হয়। আশঙ্কা জনক অবস্থায় তাঁকে দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করে এলাকার লোকজন।
পরে সেখানেই মৃত্যু হয় ওই ব্যক্তির।
অভিযোগ ওঠে, তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরেই দীপক ঘোষের উপর হামলা হয়েছে। তদন্তে নেমে পুলিশ শাসক দলেরই কর্মী উজ্জ্বল কাদেরিকে গ্রেফতার করে। এর পেছনেও অনুব্রত মণ্ডলের হাত ছিল বলে এলাকার লোকজনের অনুমান। এখনও জেল হেফাজতে রয়েছে দীপক ঘোষ খুনে অভিযুক্ত কাদেরি। রবিবার বোলপুরে দলীয় সভায় গিয়ে খুনে অভিযুক্ত উজ্জ্বল কাদেরিকে জামিন করানোর জন্য সরকারী আইনজীবীর কাছে আবেদন করেন কেষ্ট। 

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.