ভোটের মুখে খাস কলকাতার ধর্মতলা থেকে আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার ২।
নজরবন্দি ব্যুরোঃ লোকসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণার পর রাজনৈতিক দলগুলির তত্পকরতা যেমন বেড়েছে, তেমনি নির্বাচনকে অবাধ ও শান্তি রাখতে আয়োজনে খামতি রাখছে না প্রশাসনও। শহরে চলে এসেছে কেন্দ্রীয় বাহিনী। বিভিন্ন প্রান্তে চলছে রুটমার্চ।এই যখন পরিস্থিতি, ঠিক তখন খাস কলকাতার ধর্মতলা বাসস্ট্যান্ড থেকে আগ্নেয়াস্ত্র-সহ দু'জনকে গ্রেপ্তার করল পুলিশ।
এই অস্ত্র কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল বা এর পেছনে কারা আছে তা তদন্ত করছে পুলিশ। ধৃতদের কাছ থেকে ২ টি আগ্নেয়াস্ত্র, কার্তুজ ও ম্যাগাজিন উদ্ধার করে পুলিশ। তদন্তকারীরা জানিয়েছেন, অস্ত্র পাচারের পরিকল্পনা করেছিল ভাস্কর মণ্ডল ও রাজা হালদার নামে ওই দুই দুষ্কৃতী। কিন্তু পুলিশের কাছে আগাম খবর থাকায় সেই পরিকল্পনা ভেস্তে গিয়েছে। তবে যাদের ওই অস্ত্র দেওয়ার কথা ছিল, বিপদ বুঝে তারা পালিয়ে গিয়েছে। ভাস্কর ও রাজার বাড়ি দক্ষিণ কলকাতার কসবার রাজডাঙায়।
কোন মন্তব্য নেই