ফিরহাদের কু-কথার উপযুক্ত জবাব দিলেন নন্দিনী মুখোপাধ্যায়, তবে অত্যন্ত শালীনতা বজাই রেখে।
নজরবন্দি ব্যুরোঃ ভোটের ময়দানে কু-কথার বীজ বোনা শুরু করেছিলেন কোলকাতার মেয়র ফিরহাদ হাকিম। তিনি সি পি আই এম দক্ষিণ কলকাতার নন্দিনী মুখোপাধ্যায় কে কুরুচিকর মন্তব্য করেন তিনি বলেন “কে যেন সিপিএমের থেকে দাঁড়িয়েছে? কে তুমি নন্দিনী আগে তো দেখিনি। তাকে তো দেখা যায় না। ভোট এলে দেখা মেলে”।এর পরই ফিরহাদের আক্রমণ, 'এরপর কোনও ফরেন মাল আসবে। আনবে, এই কেন্দ্রে। বিজেপি হয়তো আনবে।' এই কথার তীব্র বিরোধিতা করেছেন সমাজের বিভিন্ন স্তরের মানুষ।
কোলকাতার মতো এক ঐতিহাসিক শহরের মেয়রের মুখ থেকে এই ধরনের মন্তব্য অনেকেই আশা করেন নি। এত আলোচনার মধ্যে যাকে নিয়ে এই মন্তব্য সেই নন্দিনী মুখোপাধ্যায় এবার মুখ খুললেন। তিনি ফিরাদ কে উদ্দেশ্য করে অত্যন্ত শালীনতা বজাই রেখে বলেন “ মন্ত্রী যে গানের লাইন টি ব্যবহার করেছেন আমার সম্পর্কে, সেটি আমার প্রিয় নায়কের লিপে একটি জনপ্রিয় বাংলা গান। কিন্তু আমারা ছোট বেলায় দেখতাম এলাকার লুম্পেনরা এই গানটি ইভটিজিং এর জন্য ব্যবহার করত। এখন সেই লুম্পেন সংস্কৃতিই রাজ্যের মন্ত্রীর মুখে, তাহলে ভাবুন এই রাজ্যের অবস্থা কথাই গিয়ে দাঁড়িয়েছে”। একেই বলে উপযুক্ত জবাব।
কোন মন্তব্য নেই