Header Ads

অর্জুনের পাল্টা তার ভাই সঞ্জয় ! ভাটপাড়ার একাধিক বিজেপি নেতা যোগ দিলেন তৃণমূলে।

নজরবন্দি ব্যুরোঃ ব্যারাকপুরে উল্টো পুরাণ। তৃণমূল ড্যামেজ কন্ট্রোলে নেমে দলে টানল অর্জুন সিংয়ের ভাই সঞ্জয় সিংকে। একইসঙ্গে ভাটপাড়ার একাধিক বিজেপি নেতা যোগ দিলেন তৃণমূলে। অর্জুন সিংয়ের বিজেপিতে যোগদানের প্রতিবাদেই তাঁরা তৃণমূলে নাম লেখান। এদিন অর্জুন সিংয়ের বিদায়ের পথ ধরেই তৃণমূল শিবিরে প্রবেশ ঘটল সঞ্জয় সিংয়ের। শুক্রবারই তিনি যোগ দিলেন তৃণমূলে।

তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় ও বারাকপুরের তৃণমূল প্রার্থী দীনেশ ত্রিবেদীর হাত ধরে সঞ্জয় সিং ও এলাকার চার বিজেপি নেতা যোগ দিলেন তৃণমূল কংগ্রেস।পার্থ চট্টোপাধ্যায় এদিন বলেন, বাংলার উন্নয়নের মমতার মডেল কেন্দ্রে প্রয়োগ করতে এককাট্টা করে লড়াইয়ে সামিল হতে হবে। বিজেপি, কংগ্রেস, সিপিএম থেকে সেই লক্ষ্যেই মানুষ আসছেন, যোগদান করছেন। এদিন অর্জুন সিংয়ের দলত্যাগ প্রসঙ্গে পার্থ চট্টোপাধ্যায় বলেন, একজন-দুজন গেছে, বাকি সবাই আছে।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.