Header Ads

জেল থেকে SET পরীক্ষায় পাস করলেন মাওবাদী নেতা অর্ণব!

নজরবন্দি ব্যুরো: পরীক্ষাকেন্দ্রে পৌঁছতে দেরি হয়ে গিয়েছিল, তাই নেট-এ বসতে পারেনি। তবে জেলে বন্দি অবস্থায় সেট বা কলেজ সার্ভিস কমিশনের পরীক্ষায় পাস করে নজির গড়লেন মাওবাদী নেতা অর্ণব দাম ওরফে বিক্রম।
এখন রাজ্য সরকার যদি চায়, তাহলে কলকাতা বিশ্ববিদ্যালয়, যাদবপুর কিংবা প্রেসিডেন্সিতে পড়াতে বা গবেষণা করতে পারবেন জেলবন্দি বিক্রম। এই খবর প্রকাশ্যে আসার পরে অর্ণব দামকে অভিনন্দন জানিয়েছে মানবাধিকার সংগঠন এপিডিআর। অর্ণব-সহ সমস্ত রাজনৈতিক বন্দিদের মুক্তির দাবি তুলেছে এপিডিআর। জেলবন্দি মাওবাদী নেতা সেট পরীক্ষায় পাশ করার খবরে খুশি কারা-মন্ত্রী উজ্জ্বল বিশ্বাসও। তবে আদর্শ নির্বাচনী বিধির কারণে কোনও মন্তব্য করতে চাননি তিনি।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.