নির্বাচনের আগে আবারও পুলওয়ামা আক্রমণ হতে পারে! বিতর্কিত মন্তব্য রাজ ঠাকরের
নজরবন্দি ব্যুরো: আবারও আরেকটা পুলওয়ামা আক্রমণ হতে চলেছে। এমনটাই জোর গলায় বলছেন মহারাষ্ট্র নবনির্মাণ সেনার প্রধান রাজ ঠাকরে। শনিবারের সভায় রাজ ঠাকরে দাবি করেছেন, 'ঠিক পুলওয়ামার মতোই আরেকটা হামলা আগামী মাস দু'য়েকের মধ্যেই সংগঠিত হবে দেশে।'
রাজ ঠাকরের অনুমান, লোকসভা নির্বাচন কাছাকাছি এলেই ফের একবার বিধ্বংসী হামলার আয়োজন করা হবে দেশে।
মহারাষ্ট্র নবনির্মাণ সেনার ১৩ তম প্রতিষ্ঠা দিবসে এসে রাজঠাকরে এমন বিতর্কিত মন্তব্য করেন। তাঁর এই মন্তব্য নিয়ে রাজনৈতিক মহলে ইতিমধ্যে বেশ চর্চা শুরু হয়েছে। তিনি বলেন, 'সব সমস্যা থেকে মানুষের মনোযোগ সরিয়ে ফেলে দেশপ্রেমের বাতাবরণ তৈরি করতে আগামী দুই মাসের মধ্যে লোকসভা নির্বাচনের সময় অন্য আরেকটি পুলওয়ামার মতোই আক্রমণের আয়োজন করা হবে।' তিনি আরও বলেন জনগণের মন পেতে মোদী সরকারের হাতিয়ার এখন দেশপ্রেম।
রাজ ঠাকরের অনুমান, লোকসভা নির্বাচন কাছাকাছি এলেই ফের একবার বিধ্বংসী হামলার আয়োজন করা হবে দেশে।
মহারাষ্ট্র নবনির্মাণ সেনার ১৩ তম প্রতিষ্ঠা দিবসে এসে রাজঠাকরে এমন বিতর্কিত মন্তব্য করেন। তাঁর এই মন্তব্য নিয়ে রাজনৈতিক মহলে ইতিমধ্যে বেশ চর্চা শুরু হয়েছে। তিনি বলেন, 'সব সমস্যা থেকে মানুষের মনোযোগ সরিয়ে ফেলে দেশপ্রেমের বাতাবরণ তৈরি করতে আগামী দুই মাসের মধ্যে লোকসভা নির্বাচনের সময় অন্য আরেকটি পুলওয়ামার মতোই আক্রমণের আয়োজন করা হবে।' তিনি আরও বলেন জনগণের মন পেতে মোদী সরকারের হাতিয়ার এখন দেশপ্রেম।
Loading...
কোন মন্তব্য নেই