সেনাবাহিনীর টুপি পরে বিরাটদের খেলার বিরুদ্ধে পাকিস্তানের অভিযোগ উড়িয়ে দিল আইসিসি।
নজরবন্দি ব্যুরোঃ পুলওয়ামায় শহিদদের শ্রদ্ধা জানাতে ও সেনাবাহিনীর প্রতি সংহতি প্রদর্শনে রাঁচিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তৃতীয় একদিনের ম্যাচে ভারতীয় দল সেনাদের জঙ্গলা ছাপ ক্যামোফ্ল্যাজ টুপি পরেছিল। যা নিয়ে অভিযোগ তুলে আইসিসির দ্বারস্থ হয়েছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড। তাদের অভিযোগ ছিল ক্রিকেট মাঠে রাজনীতি করছে ভারত।
পাক বিদেশমন্ত্রী কুরেশী বলেন, পাকিস্তান অভিযোগ করার আগেই আইসিসি-র নিজেরই এই বিষযে পদক্ষেপ নেওয়া উচিত। এবার আইসিসি পাকিস্তান কে সাফ জানিয়ে দিল শুক্রবারের ম্যাচের আগে বৃহস্পতিবারই আইসিসি-কে সব বিষয়টি জানিয়ে অনুমতি চেয়েছিল বিসিসিআই। অস্ট্রেলিয়ায় বার্ষিক 'পিঙ্ক টেস্ট', বা ইংল্যান্ডে 'পপি টেস্টে'-এর বিশেষ পোশাক পরার সঙ্গে তুলনা করা হয় এই উদ্যোগকে। আইসিসি সিইও ডেভিড রিচার্ডসন আপত্তি করেননি। এর ফলে পাকিস্তানের অভিযোগ আর টিকল না।
পাক বিদেশমন্ত্রী কুরেশী বলেন, পাকিস্তান অভিযোগ করার আগেই আইসিসি-র নিজেরই এই বিষযে পদক্ষেপ নেওয়া উচিত। এবার আইসিসি পাকিস্তান কে সাফ জানিয়ে দিল শুক্রবারের ম্যাচের আগে বৃহস্পতিবারই আইসিসি-কে সব বিষয়টি জানিয়ে অনুমতি চেয়েছিল বিসিসিআই। অস্ট্রেলিয়ায় বার্ষিক 'পিঙ্ক টেস্ট', বা ইংল্যান্ডে 'পপি টেস্টে'-এর বিশেষ পোশাক পরার সঙ্গে তুলনা করা হয় এই উদ্যোগকে। আইসিসি সিইও ডেভিড রিচার্ডসন আপত্তি করেননি। এর ফলে পাকিস্তানের অভিযোগ আর টিকল না।
Loading...
কোন মন্তব্য নেই