Header Ads

যুযুধান প্রতিপক্ষ! রায়গঞ্জে সেলিমের বিপরীতে পদ্ম প্রতীকে দীপা?#LoksabhaElection2019

নজরবন্দি ব্যুরোঃ সময়টা ২০১৪ সাল, বিগত লোকসভা নির্বাচনের ফল ঘোষণার দিন। রায়গঞ্জে টানটান উত্তেজনা দুই শিবিরে। কখনও এগোচ্ছেন সিপিআইএম প্রার্থী মহম্মদ সেলিম কখনও কংগ্রেস প্রার্থী দীপা দাসমুন্সি। শেষমেশ বাম শিবির কে স্বস্তি দিয়ে শেষ হাসি হাসেন মহম্মদ সেলিম। মাত্র ১৬৯৪ ভোটের ব্যাবধানে দীপাকে হারিয়ে লোকসভায় রায়গঞ্জের প্রতিনিধি হন সেলিম।
মাঝে রাজ্য রাজনীতিতে একাধিক মোড় এসেছে বাম-কংগ্রেস 'সু' সম্পর্কে। ২০১৬ সালের বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিপরীতে বামসমর্থিত কংগ্রেস প্রার্থী হয়ে লড়াই করেন এবং পরাজিত হন।
তারপর পেরিয়ে গেছে আরও ২ বছরের বেশি সময়। আবার দেশে আসন্ন লোকসভা নির্বাচন। এবং রাজ্য মুখোমুখি নতুন একটা বাম-কংগ্রেস অলিখিত জোটের। আর সেই জোট ধর্মের প্রভাবেই গত লোকসভায় সামান্য ভোটের ব্যাবধানে পরাজিত দীপা হারাচ্ছেন নিজের গড়! রায়গঞ্জে জয়ী কাস্তে হাতুড়ি তাঁরা চিহ্নে জয়ী সেলিমের বিরুদ্ধে পরাজিত দীপার হাত চিহ্নে প্রার্থী হওয়া এবার আর হচ্ছে না!
সূত্রের খবর এতে বেজায় চটেছেন দীপা সহ কংগ্রেস কর্মীদের একটা বড় অংশ। তবে কি নির্দল হিসেবে প্রতিদ্বন্দিতা করবেন রায়গঞ্জের বৌদি? সম্ভবত না। বিশেষ সূত্রের খবর দীপা প্রার্থী হতে পারেন গেরুয়া শিবির থেকে, রাজ্যে বিজেপির নির্বাচনের দায়িত্ব প্রাপ্ত কেন্দ্রীয় এক নেতা তথা প্রাক্তন মন্ত্রীর সঙ্গে মিটিং-এ বসতে চলেছেন দীপা। চূড়ান্ত সিদ্ধান্ত নাকি নেওয়া হবে সেই মিটিং-এই।
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.