Header Ads

বন্দুকবাজের হামলায় মৃত্যু ৬ বছরের বালকের!

নজরবন্দি ব্যুরো:  দুষ্কৃতীদের এলোপাথাড়ি গুলি জিমের মধ্যে। মৃত্যু হল ৬ বছরের এক বালকের। জানা গিয়েছে, শনিবার রাতে দিল্লির ইন্দ্রপুরী এলাকার একটি জিমে বন্দুকবাজের হামলা হয়। আর পাশের ফ্ল্যাট থেকে তা মুখ বাড়িয়ে দেখার চেষ্টা করে এক বালক।
তখন গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হল ওই বালকের।

শুধু ৬ বছরের বালকই গুলিবিদ্ধ হয়নি, জিম মালিকের ভাইও এই ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন। তাঁর অবস্থা আশঙ্কাজনক। স্থানীয় একটি হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়েছে। এই ঘটনার তদন্ত শুরু করেছে দিল্লি পুলিশ। জিম মালিকের সঙ্গে শত্রুতার জেরেই এই ঘটনা বলে অনুমান।

Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.