অভিনয়ের পাশাপাশি এবার নতুন টিভি চ্যনেল আনছেন সলমন।
নজরবন্দি ব্যুরোঃ তিনি সলমন খান। দীর্ঘ দিন ধরে বলিউডে রাজ করছেন তিনি। তার ছবি বক্স অফিসে কোটি কোটি টাকার ব্যবসা করছে। তাঁর পর্দাই আসা মানে হলে দর্শকদের হাততালি আর সিটি। তাঁকে নিয়ে উন্মাদনা দেখেছে ভারত বর্ষ। আবার শুধু বড় পর্দাই নয় ছোট পর্দা বা টিভিতেও তিনি সমান ভাবে জনপ্রিয়। তাঁর দশ কা দম, বা বিগ বস কম জনপ্রিয় শো নয়। আবার তিনি এখন কপিলের শো এর প্রযোজক বটে।
অভিনয়ের সাথে সাথে তিনি এখন বাণিজ্য বাড়ানোর ব্যাপারটাও মন দিয়েছেন।তাই প্রযোজক সলমন খান এ বার বাজারে নিয়ে আসতে চলেছেন নিজস্ব টিভি চ্যানেল। যেখানে একের পর এক শো প্রযোজনা করে মুনাফার অঙ্ক বাড়াবেন তিনি। তাঁর চ্যানেলের নাম হতে পারে “বিইং টিভি”।এবার দেখা যাক, বিইং টিভি চ্যানেল মালিক হিসেবে এখন দেশকে কেমন আনন্দ দেন বলিউডের এই জনপ্রিয় নায়ক!
অভিনয়ের সাথে সাথে তিনি এখন বাণিজ্য বাড়ানোর ব্যাপারটাও মন দিয়েছেন।তাই প্রযোজক সলমন খান এ বার বাজারে নিয়ে আসতে চলেছেন নিজস্ব টিভি চ্যানেল। যেখানে একের পর এক শো প্রযোজনা করে মুনাফার অঙ্ক বাড়াবেন তিনি। তাঁর চ্যানেলের নাম হতে পারে “বিইং টিভি”।এবার দেখা যাক, বিইং টিভি চ্যানেল মালিক হিসেবে এখন দেশকে কেমন আনন্দ দেন বলিউডের এই জনপ্রিয় নায়ক!

No comments