ফের কাশ্মীরের রাজৌরি সেক্টরে প্রবল গোলাগুলি পাক সেনার। শহীদ ১ জওয়ান।
নজরবন্দি ব্যুরোঃ বালাকটে বিমান হামলার পর ভারত-পাক সম্পর্ক তলানিতে এসে ঠেকেছে। আর এর পর মুখে শান্তির কথা বললেও কাজে ঠিক উল্টো টা করছে পাকিস্তান।তাই আবার সোমবার থেকে কাশ্মীরের রাজৌরি সেক্টরে প্রবল গোলাগুলি শুরু করে পাক সেনা।
পাক সেনার গুলিতে শহিদ হয়েছেন এক জওয়ান। আহত আরও ৩।প্রতিরক্ষা মন্ত্রকের এক মুখপাত্র জানিয়েছেন, সোমবার ভোর ৫টা নাগাদ রাজৌরির সুন্দরবনি সেক্টরে গুলি চালাতে শুরু করে পাক সেনা। গোলাগুলি চলে সকাল সাতটা পর্যন্ত। শহিদ হয়েছেন সেনা জওয়ান করমজিত্ সিং। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পাক সেনার গুলিতে শহিদ হয়েছেন এক জওয়ান। আহত আরও ৩।প্রতিরক্ষা মন্ত্রকের এক মুখপাত্র জানিয়েছেন, সোমবার ভোর ৫টা নাগাদ রাজৌরির সুন্দরবনি সেক্টরে গুলি চালাতে শুরু করে পাক সেনা। গোলাগুলি চলে সকাল সাতটা পর্যন্ত। শহিদ হয়েছেন সেনা জওয়ান করমজিত্ সিং। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

No comments