Header Ads

অভিনয় থেকে অবসর নিতে চলেছেন আমির! কিন্তু কবে?

নজরবন্দি ব্যুরোঃ 'জো জিতা ওহি সিকান্দার' থেকে রং দে বসন্তি, থ্রি ইডিয়টস, গজনি, দঙ্গল-এর মতো ছবি দর্শকদের উপহার দিয়েছেন তিনি। বক্স অফিসে ঝড় তুলেছিল সে সব সিনেমা। অভিনয়ের বিষয়ে তিনি কতটা পারফেকশনিস্ট, তা তাঁর পরিশ্রমই প্রমাণ করে। কোনও চরিত্রে অভিনয়ের জন্য কখনও প্রচুর খাওয়া-দাওয়া করে ওজন বাড়ান, তো পরক্ষণেই মেদ ঝরাতে দিনরাত কসরত করেন। এতক্ষণ নিশ্চয়ই বুজে গিয়েছেন কার কথা বলছি? হাঁ ঠিকই ধরেছেন আমির খান।


 গত বৃহস্পতিবার তিনি তার ৫৪ তম জন্মদিন পালন করলেন। আর এই জন্মদিনেই ঘোষণা করে দিয়েছেন অভিনয় থেকে অবসর নেওয়ার কথাও।তিনি বলেছেন 'আপাতত আমি নিজের পরিচালক সত্তাটাকে জোর করে দমিয়ে রেখেছি! তবে তাড়াতাড়ি পরিচালনার কাজে হাত দেবো। আর একবার পরিচালনা শুরু করে দিলে আর ছবিতে অভিনয় করব না', বলেছেন নায়ক! দেখা যাক, সে দিন কবে বলিউডের দরজায় কড়া নাড়ে!

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.