Header Ads

বিপুল পরিমানে টাকা উদ্ধার কোলকাতাতে। গ্রেফতার ১।

নজরবন্দি ব্যুরোঃ গতকাল বিপুল পরিমানে বিস্ফোরক আর আজ নিউমার্কেট থানা এলাকা থেকে বিপুল পরিমাণ টাকা উদ্ধারে চাঞ্চল্য। বিশেষ করে লোকসভা ভোটের ঘোষণার মুখে টাকা উদ্ধারে নির্বাচনের সঙ্গে যোগসাজসও খতিয়ে দেখা হচ্ছে।

গোপন সূত্রে খবর পাওয়ার পর অভিযান চালায় লালবাজারের গোয়েন্দা শাখা। সদর স্ট্রিট এবং জওহরলাল নেহরু রোডের সংযোগস্থল থেকে গ্রেফতার করা হয় তালতলা থানা এলাকার বাসিন্দা মহম্মদ ওয়াসিম খানকে। প্রায় ৮৭ লক্ষ টাকা উদ্ধার। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বিশ্বস্ত সূত্রে খবর পাওয়ার পর থেকে মহম্মদ ওয়াসিম খানের ওপর নজর রাখছিল লালবাজারের গোয়েন্দা শাখা। শনিবার রাতে সদর স্ট্রিট এবং জওহরলাল নেহরু রোডের সংযোগস্থলে অপেক্ষা করতে থাকেন গোয়েন্দারা। হঠাত্ই পিঠে ব্যাগ নেওয়া অবস্থায় ওয়াসিম খানকে গ্রেফতার করা হয়।
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.