বিজেপিতে যোগ দান নিয়ে কি বললেন অধীর চৌধুরী? পড়ুন
নজরবন্দি ব্যুরো: শেষ একবছর তাঁর বিজেপিতে যোগদানের খবর নিয়ে সরগরম রাজনৈতিক মহল। এবার কি বিজেপির টিকিটে বহরমপুর থেকে প্রার্থী অধীর চৌধুরী! এমন খবর নিয়ে বেশ আলোচনা চলছে গতকাল থেকে।
এই কথা জানার পরেই চেনা ছন্দে নিন্দুকদের সব কথা উড়িয়ে দিলেন অধীর চৌধুরী। শনিবার বিজেপির তরফে জানানো হয় রবিবার রাতে অধীরের বাড়িতে আমন্ত্রিত বিজেপি নেতা মুকুল রায়। এর পরই বাড়ে জল্পনা।
এর পরে তাঁর বিজেপিতে যোগদানের খবরকে গুজব বলে উড়িয়ে দেন অধীর। তিনি বলেন, 'কংগ্রেসের একনিষ্ঠ সৈনিক আমি।
কংগ্রেসে আমি ছিলাম, কংগ্রেসে আছি কংগ্রেসেই থাকব।'
এর পরেই অধীর বাবুর অভিযোগ, 'বহরমপুরে মুসলিম ভোট ভাগ করার জন্য আমার বিরুদ্ধে মিথ্যে খবর রটাচ্ছে তৃণমূল। সব গ্যাঁজাখুরি কথা ওদের। ওদের লক্ষ্য আমার এলাকার মুসলিম ভোটারদের আমার প্রতি অনাস্থা তৈরি করা। নইলে বহরমপুরে জামানত জব্দ হবে তৃণমূলের।'
এই কথা জানার পরেই চেনা ছন্দে নিন্দুকদের সব কথা উড়িয়ে দিলেন অধীর চৌধুরী। শনিবার বিজেপির তরফে জানানো হয় রবিবার রাতে অধীরের বাড়িতে আমন্ত্রিত বিজেপি নেতা মুকুল রায়। এর পরই বাড়ে জল্পনা।
এর পরে তাঁর বিজেপিতে যোগদানের খবরকে গুজব বলে উড়িয়ে দেন অধীর। তিনি বলেন, 'কংগ্রেসের একনিষ্ঠ সৈনিক আমি।
এর পরেই অধীর বাবুর অভিযোগ, 'বহরমপুরে মুসলিম ভোট ভাগ করার জন্য আমার বিরুদ্ধে মিথ্যে খবর রটাচ্ছে তৃণমূল। সব গ্যাঁজাখুরি কথা ওদের। ওদের লক্ষ্য আমার এলাকার মুসলিম ভোটারদের আমার প্রতি অনাস্থা তৈরি করা। নইলে বহরমপুরে জামানত জব্দ হবে তৃণমূলের।'
Loading...
কোন মন্তব্য নেই