Header Ads

এবার সব্যসাচী দত্তের বাড়িতে দোলা সেন।

নজরবন্দি ব্যুরোঃ মুকুল রায় এর পর এবার বিধাননগরের মেয়র সব্যসাচী দত্তের বাড়িতে হাজির তৃণমূলের রাজ্যসভার সাংসদ দোলা সেন। কারণ সম্পর্কে বিশেষ কিছু জানা যায়নি। সকাল সাড়ে এগারোটা নাগাদ দোলা সেন সব্যসাচী দত্তের বাড়িতে যান বলে জানা গিয়েছে।

বেশ কিছুক্ষণ কথা বলেন তাঁরা। সূত্রের খবর অনুযায়ী, রবিবার সকাল থেকে কোথাও বেরোননি সব্যসাচী দত্ত। ইতিমধ্যেই মুকুল রায়ের সঙ্গে বৈঠকের জেরে সব্যবাসী দত্তের বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের অভিযোগ আনা হয়েছে। এরপর শাস্তিমূলক ব্যবস্থাও আনা হতে পারে বলে সূত্রের খবর। এছাড়া ক্ষমতা খর্ব করাও হতে পারে।
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.