Header Ads

মুক্তির আগেই বিতর্কে মোদীর বায়োপিক ‘পিএম নরেন্দ্র মোদী— স্টোরি অফ এ বিলিয়ন পিপল’।

নজরবন্দি ব্যুরোঃ আগামী ৫ এপ্রিল ছবির মুক্তির আগেই অবশ্য জোড়া অভিযোগে বিদ্ধ ‘পিএম নরেন্দ্র মোদী— স্টোরি অফ এ বিলিয়ন পিপল’। ছবির ট্রেলার মুক্তির পর পরই জাভেদ আখতার অভিযোগ করেছিলেন, তিনি কোনও গান না লেখা সত্ত্বেও ছবিতে গীতিকার হিসেবে তাঁর নাম দেখানো হয়েছে। এবারে একই অভিযোগ করলেন বলিউডের আর এক বিখ্যাত গীতিকার সমীর। তাঁরও অভিযোগ,

 মোদীর বায়োপিকের জন্য তিনি কোনওরকম অবদান না রাখলেও গীতিকার হিসেবে তাঁর নাম ব্যবহার করা হয়েছে। এমন কী, তাঁর লেখা পুরনো কোনও গান ছবিতে ব্যবহারও হয়নি বলেই দাবি সমীরের। জাভেদ আখতার টুইট করে জানিয়েছিলেন, ‘‘ছবির পোস্টারে আমার নাম দেখে চমকে উঠলাম। এই ছবির জন্য আমি কোনও গানই লিখিনি।’’ এই ছবিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর চরিত্র অভিনয় করেছেন বিবেক ওবেরয়। ছবির পরিচালনা করেছেন উমং কুমার।
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.