Header Ads

আইপিএল এ সব ম্যাচ নাও খেলানো হতে পারে ভাজ্জিকে!

নজরবন্দি ব্যুরোঃ আর সি বি কে ৭০ রানে শেষ করে দিয়ে ১৯ এর আই পি এল এর প্রথম ম্যাচ জিতেছিল চেন্নাই। সেখানে গুরুত্বপূর্ণ ভুমিকা ছিল ম্যাচের সেরা হরভজন সিং এর। নিজের পারফরমেন্স নিয়ে তিনি বলেন, 'কোহলি, ডি'ভিলিয়ার্স আর মইন, তিনজন টপ অর্ডার ব্যাটসম্যানের উইকেট নিয়ে ভাল লাগছে। আমি দলের সিনিয়র বোলার। আমার থেকে দল এরকম পারফরমেন্সই চাইছে।

লোকে হয়তো বলছে, আমি বুড়ো হয়ে গিয়েছি, কিন্তু এত বছরের অভিজ্ঞতার তো একটা দাম আছে।'তবে শুরুটা ভাল করলেও প্রথম ম্যাচের সেরা হরভজন যে বাকি সব ম্যাচে খেলবেনই, সেরকম নিশ্চয়তা দেননি ধোনি। সিএসকে অধিনায়কের বক্তব্য, 'আমরা সবাইকে খুব ভাল করে বুঝিয়ে দিয়েছি, কোন উইকেটে, কোন পরিস্থিতিতে কাকে খেলানো হবে। দলে হরভজন এমন একটা জায়গা, যাকে আমরা ঘুরিয়ে-ফিরিয়ে খেলাব।'
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.