Header Ads

কর্ণাটকে কংগ্রেস-জেডিএস জোটে ফাটল!

নজরবন্দি ব্যুরো: নির্বাচনের আগে ফাটল কর্ণাটকে কংগ্রেস-জেডিএস জোটে। গত দুদিনের ঘটনাপ্রবাহ অন্তত সেই ছবি ধরা পড়ছে। আসন্ন লোকসভা নির্বাচনে জোটের কথা ঘোষণা করলেও, কংগ্রেস জেডিএস ঐক্যে ফাটলটা যে আরও বড় হচ্ছে তা আর বলার অপেক্ষা রাখে না।
জোট যে স্থিতাবস্থায় নেই, তা ইতিমধ্যেই প্রমাণিত।
বিতর্ক বেঁধেছে কর্ণাটকের আসন রফা নিয়ে। ইতিমধ্যেই জোটকে অনিশ্চয়তার মধ্যে ফেলে জেডিএস প্রধান এইচডি দেবগৌড়ার বিরুদ্ধে লোকসভা ভোটে লড়ার জন্য নমিনেশন ফাইল করেন কংগ্রেস প্রার্থী। এই ঘটনার পর বেশ ক্ষুব্ধ জেডিএস।
মুখ খুলেছেন মুখ্যমন্ত্রী এইচ ডি কুমারস্বামীও। তিনি বলেছেন কংগ্রেসের মত তাঁর দল পিছন থেকে ছুরি মারে না। জেডিএস সামনে দাঁড়িয়ে মোকাবিলা করে।তাই কংগ্রেস জোটের বিপক্ষে যাই করুক না কেন, তার সামনা সামনি জবাব দিতে তৈরি আছে।

Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.