Header Ads

ভোট প্রচারে সবাইকে পেছনে ফেলেছেন সেলিম। রায়গঞ্জে আবার সিপিআইএম! #OpinionPoll

নজরবন্দি ব্যুরোঃ বেজে গেছে ভোটের বাদ্যি, রাজ্যের ৪২টি লোকসভা আসনেই টানটান উত্তেজনা। তৃণমূল ঘোষণা করেছে বিয়াল্লিশে বিয়াল্লিশ অন্যদিকে বিজেপি বলছে অন্তত ২৩! যদিও আসন নিজে দড়ি টানাটানি করার চেয়ে নিজেদের আসন ধরে রাখা এবং আসন বাড়ানোতেই মনোনিবেশ করেছেন বাম এবং কংগ্রেস নেতৃত্ব। আসন সমঝোতা নিজেদের গড় ধরে রাখার ক্ষেত্রে অক্সিজেন হিসেবেই কাজ করছে বাম এবং কংগ্রেস সমর্থকদের মধ্যে।

প্রচার শুরু করেছে রাজ্যের প্রধান চারটি দল কিন্তু ইতিমধ্যেই ভোট প্রচারে বেশ খানিকটা এগিয়ে গিয়েছে সিপিআইএম। বিশেষ করে সিপিআইএমের রায়গঞ্জ আসনের প্রার্থী মহম্মদ সেলিম। লোকসভায় অসাধারন বক্তা সেলিমের পার্ফরমেন্সের ধারে কাছে নেই কেউ, তথ্যযুক্ত এই প্রচার কাঁপাচ্ছে সোশ্যাল মিডিয়ার দেওয়াল।
নেটে এবং খেটে দুটোতেই সেলিম প্রথম রাউন্ডে পিছনে ফেলেছেন অন্য দলের প্রার্থীদের। শুরু হয়েছে জোরদার প্রচার, দেওয়াল লিখন, পদযাত্রা। আজ প্রচারের ফাঁকে কর্মী সমর্থদের সাথে মুড়ি সহযোগে মধ্যাহ্ন ভোজ সারেন মহম্মদ সেলিম। প্রচারে এগিয়ে সেলিম ভোট প্রাপ্তিতে কতটা এগিয়ে থাকেন সেটাই এখন দেখার।
নজরবন্দি জনমত সমীক্ষার পূর্বাভাস তৃণমূল বনাম সিপিআইএমের সম্মুখ সমরে শেষ পর্যন্ত জয়ী হওয়ার সম্ভাবনা মহম্মদ সেলিমের। তবে একটা খটকা সামনে এসেছে সমীক্ষায়। তাতে দেখা গেছে কংগ্রেসের সাথে আসন সমঝোতা হলেও কংগ্রেসের প্রায় ৫০% ভোট চলে যাবে তৃণমূলের দিকে, ১০% বিজেপি তে, নিষ্ক্রিয় বা ভোট দানে বিরত থাকবেন ৫% বাকি ৫৫% পেতে পারেন সিপিআইএম প্রার্থী। তাতেও তাঁর জয়ের ব্যাবধান বাড়বে। তবে অন্তর্ঘাতের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছেনা, বামেদের ঘর গত পঞ্চায়েত নির্বাচনের পর কতটা ভেঙেছে বিজেপি তা বলবে ভোটের ফল তবে আপাতত পূর্বাভাস, বিজেপি পেতে পারে তৃতীয় স্থান।

Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.