Header Ads

কাঁধে চোট পেয়ে আই পি এল এ অনিশ্চিত উইলিয়ামসন!

নজরবন্দি ব্যুরোঃ ওয়েলিংটনে নিউজিল্যান্ড-বাংলাদেশ দ্বিতীয় টেস্টে ফিল্ডিং করার সময় বাঁ কাঁধে চোট পান উইলিয়ামসন। হাসপাতালে যেতে হয়েছিল তাঁকে। স্ক্যান রিপোর্টে দেখা গেছে, পেশিতে চোট পেয়েছেন উইলিয়ামসন। নিউজিল্যান্ড কোচ গ্যারি স্টিড বলেছেন, '‌উইলিয়ামসনের অস্বস্তি হচ্ছিল।

 চোটের জায়গায় রক্তক্ষরণ হয়েছে। যদিও চোটটা গুরুতর নয়।' এই কারণে এবার আই পি এল এ অনিস্থিত হয়ে পরলেন তিনি। সূত্রের খবর গোটা টুর্নামেন্টে না হলেও প্রথম দিকে তো বটেই। কিউয়ি কোচ অবশ্য বলেছেন, দ্রুত সুস্থ হয়ে উঠলে আইপিএল খেলতে সমস্যা হবে না উইলিয়ামসনের। তবে আমি বলব ১০০ শতাংশ সুস্থ না হয়ে উইলিয়ামসনের মাঠে নামা উচিত নয়। সামনেই বিশ্বকাপ। উইলিয়ামসনও বিষয়টা নিশ্চয়ই বুঝবে।'
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.