Header Ads

প্রার্থী তালিকা প্রকাশ করল তৃণমূল! তালিকায় রয়েছে একাধিক চমক

নজরবন্দি ব্যুরো: লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশের পরেই সোমবার তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন মঙ্গলবার প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। মঙ্গলবার এবারের লোকসভা ভোটের জন্য তৃণমূলের প্রার্থী তালিকা প্রকাশ করা হল।
এদিন বেলা একটায় তৃণমূলে নির্বাচনী কমিটির বৈঠক বসে। সেখানে হাজির ছিলেন নির্বাচনী কমিটির ১২ জন সদস্য এবং জেলার সভাপতিরা।এবার ৪১ % মহিলা প্রার্থী। এবারের প্রার্থী তালিকায় রয়েছে বেশ কিছু নতুন মুখ। মহিলা, সংখ্যালঘু, অভিনেতা ভারসাম্য রাখার চেষ্টা করে হয়েছে। তবে তালিকায় রাজনীতিকদের গুরুত্ব দেওয়া হয়েছে বেশি।

২০১৯-এর লোকসভা নির্বাচনে তৃণমূলের প্রার্থী তালিকা

দার্জিলিং অমর সিং রাই ( নতুন)

জলপাইগুড়ি বিজয় চন্দ্র বর্মন

কোচবিহার পরেশচন্দ্র অধিকারী ( নতুন)

আলিপুরদুয়ার দশরথ তিরকে ( নতুন)

রায়গঞ্জ কানাইলাল আগরওয়াল ( নতুন)

বালুরঘাট অর্পিতা ঘোষ

মালদহ উত্তর মৌসম বেনজির নূর ( নতুন)

মালদহ দক্ষিণ মোয়াজ্জেম হোসেন

জঙ্গিপুর খলিলুর রহমান ( নতুন)

মুর্শিদাবাদ আবু তাহের খান ( নতুন)

বহরমপুর অপূর্ব সরকার ( নতুন)

কৃষ্ণনগর মহুয়া মৈত্র ( নতুন)

রানাঘাট রূপালি বিশ্বাস ( নতুন)

বর্ধমান পূর্ব সুনীল মণ্ডল

বর্ধমান দুর্গাপুর মমতাজ সংঘমিত্রা

আসানসোল মুনমুন সেন

বোলপুর অসিত মাল ( নতুন)

বীরভূম শতাব্দী রায়

বনগাঁ মমতাবালা ঠাকুর

ব্যারাকপুর দীনেশ ত্রিবেদী

হাওড়া প্রসূন বন্দ্যোপাধ্যায়

উলুবেড়িয়া সাজদা আহমেদ

শ্রীরামপুর কল্যাণ বন্দ্যোপাধ্যায়

হুগলি রত্না দে নাগ

আরামবাগ অপরূপা পোদ্দার

তমলুক দিব্যেন্দু অধিকারী

কাঁথি শিশির অধিকারী

ঘাটাল দীপক অধিকারী( দেব)

ঝাড়গ্রাম বীরবাহা সোরেন ( নতুন)

মেদিনীপুর মানস ভুঁইয়া ( নতুন)

পুরুলিয়া মৃগাঙ্ক মাহাত ( নতুন)

বাঁকুড়া সুব্রত মুখোপাধ্যায় ( নতুন)

বিষ্ণুপুর শ্যামল সাঁতরা ( নতুন)

দমদম সৌগত রায়

বারাসত কাকলি ঘোষ দস্তিদার

বসিরহাট নুরসরত জাহান ( নতুন)

জয়নগর প্রতিমা মণ্ডল

মথুরাপুর চৌধুরী মোহন জাটুয়া

ডায়মন্ডহারবার অভিষেক বন্দ্যোপাধ্যায়

যাদবপুর মিমি চক্রবর্তী ( নতুন)

কলকাতা দক্ষিণ মালা রায় ( নতুন)

কলকাতা উত্তর সুদীপ বন্দ্যোপাধ্যায়



No comments

Theme images by lishenjun. Powered by Blogger.