ফের স্বপ্নভঙ্গ ইস্টবেঙ্গলের।১পয়েন্ট এর ব্যবধানে আই লীগ চ্যাম্পিয়ন হলো চেন্নাই এফ সি।
নজরবন্দি ব্যুরোঃ ফের স্বপ্নভঙ্গ ইস্টবেঙ্গলের।শেষ ম্যাচে গোকুলামের বিরুদ্ধে ২-১গোলে জিতেও লীগ চ্যাম্পিয়ন্ হতে পারলো না।কারণ অপর ম্যাচে চেন্নাই সিটি মিনারভাকে ৩-১গোলে হারিয়ে লীগ টেবিলের হিসেবে ১পয়েন্ট বেশি পেয়ে প্রথমবারের মতো আই লীগ চ্যাম্পিয়ন হলো চেন্নাই এফ সি।
আজকের দুটি খেলার হিসেব ছিল ইস্টবেঙ্গল কে জিততেই হত অপরদিকে চেন্নাইকে ড্র বা হারতে হতো।একমাত্র তাহলেই চ্যাম্পিয়ন হতে পারতো লাল হলুদ।প্রথম শর্ত টা পূরণ হয়েছিল কিন্তু দ্বিতীয়টা মিলল না।কারণ চেন্নাই ড্র করেনি বা হারেনি।তারা সরাসরি মিনারভাকে ৩-১গোলে হারিয়ে এবছরের আই লীগ খেতাব ঘরে তুললো।অপরদিকে শেষ ম্যাচ জিতেও স্বপ্নভঙ্গ হলো ইস্টবেঙ্গলের।
গত কয়েকদিনের এত অঙ্ক, সমীকরণ সব হারিয়ে গেল ইস্টবেঙ্গলের ক্ষেত্রে। অন্যদিকে, কাজটা কঠিন ছিল চেন্নাইয়ের ক্ষেত্রে। মিনার্ভা এগিয়ে ছিল প্রথম অর্ধে। কিন্তু বিরতির পর দুর্দান্তভাবে ফিরে আসে চেন্নাই। বোরা দুটি গোল করেন। এবং মানজি পেনাল্টি থেকে একটি গোল করেন।
গত কয়েকদিনের এত অঙ্ক, সমীকরণ সব হারিয়ে গেল ইস্টবেঙ্গলের ক্ষেত্রে। অন্যদিকে, কাজটা কঠিন ছিল চেন্নাইয়ের ক্ষেত্রে। মিনার্ভা এগিয়ে ছিল প্রথম অর্ধে। কিন্তু বিরতির পর দুর্দান্তভাবে ফিরে আসে চেন্নাই। বোরা দুটি গোল করেন। এবং মানজি পেনাল্টি থেকে একটি গোল করেন।
Loading...
কোন মন্তব্য নেই