অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচে সেনার টুপি পরে খেলার জন্য আইসিসির কাছে নালিশ জানাতে যাচ্ছে পাকিস্থান!
নজরবন্দি ব্যুরোঃ পুলওয়ামার শহিদদের শ্রদ্ধা জানাতে এবং সেনার তহবিলে আর্থিক অনুদানে দেশবাসীকে উৎসাহিত করতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তৃতীয় একদিনের ম্যাচে সেনার টুপি পরে খেলতে নেমেছিল টিম ইন্ডিয়া। কিন্তু, ভারতের এই উদ্যোগকেই এবার কাঠগড়ায় তুলল পাকিস্তান। পিসিবির দাবি, খেলার মাঠে সেনার টুপি ব্যবহার করে ক্রিকেটের রাজনীতিকরণ করছে ভারত।
এই অভিযোগ তুলে আইসিসির কাছে নালিশও জানাতে চলেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড।পাকিস্তানের সংস্কৃতি মন্ত্রী ফাওয়াদ চৌধুরি অভিযোগ করেছেন, খেলার মাঠে সেনার টুপি পরে ভদ্রলোকের খেলায় রাজনীতি ঢুকিয়ে দিয়েছে ভারত। তাঁর মতে, এটা ক্রিকেট নয় অনাবশ্যক রাজনীতি। ফাওয়াদ চৌধুরিই পিসিবিকে আইসিসিতে ভারতের বিরুদ্ধে পদক্ষেপের আরজি জানাতে নির্দেশ দিয়েছেন। ভারতীয় ক্রিকেটারদের পাশাপাশি ভারতীয় ধারাভাষ্যকারদেরও এদিন সেনার টুপি পরে থাকতে দেখা যায়।
এই অভিযোগ তুলে আইসিসির কাছে নালিশও জানাতে চলেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড।পাকিস্তানের সংস্কৃতি মন্ত্রী ফাওয়াদ চৌধুরি অভিযোগ করেছেন, খেলার মাঠে সেনার টুপি পরে ভদ্রলোকের খেলায় রাজনীতি ঢুকিয়ে দিয়েছে ভারত। তাঁর মতে, এটা ক্রিকেট নয় অনাবশ্যক রাজনীতি। ফাওয়াদ চৌধুরিই পিসিবিকে আইসিসিতে ভারতের বিরুদ্ধে পদক্ষেপের আরজি জানাতে নির্দেশ দিয়েছেন। ভারতীয় ক্রিকেটারদের পাশাপাশি ভারতীয় ধারাভাষ্যকারদেরও এদিন সেনার টুপি পরে থাকতে দেখা যায়।
Loading...
কোন মন্তব্য নেই