সিপিএম-কংগ্রেসের বঙ্গ জোট অবশেষে পাকা।
নজরবন্দি ব্যুরোঃ জোটের জট খুলল অবশেষ। শুরু হল আসন রফা নিয়ে আলোচনা। কংগ্রেস শেষ পর্যন্ত রায়গঞ্জ ও মুর্শিদাবাদ আসন দুটি বামেদের ছেড়ে দিতে সম্মত হওয়ায় সিপিএম তথা বামফ্রন্টও কংগ্রেসকে বাড়তি আসন ছাড়তে রাজি হয়ে গেল। দিল্লির ১০ জনপথ ও একে গোপালন ভবনের মধ্যস্থতায় সব সমস্যার সমাধান হল । সূত্রের খবর বাম-কংগ্রেসের জোট পাকা হচ্ছে ২৫-১৭ ফর্মুলায়। অর্থাত্ ২৫টি আসনে প্রার্থী দেবে বামেরা।
কংগ্রেস লড়বে ১৭ আসনে। বামফ্রন্টের বড় শরিক সিপিএম আগেই ঘোষণা করেছিল, ৯টি আসন শরিকদের ছাড়বে। ফলে নতুন বাম-কংগ্রেস জোট শর্তে সিপিএমের হাতে থাকবে ১৬টি আসন। অর্থাত্ সিপিএমের থেকে বেশি আসনে প্রার্থী দেবে কংগ্রেস। রায়গঞ্জ ও মুর্শিদাবাদের দাবি থেকে সরে আসার পুরস্কার স্বরূপ এই বাড়তি আসন পাচ্ছে কংগ্রেস বলে মনেকরা হচ্ছে।
কংগ্রেস লড়বে ১৭ আসনে। বামফ্রন্টের বড় শরিক সিপিএম আগেই ঘোষণা করেছিল, ৯টি আসন শরিকদের ছাড়বে। ফলে নতুন বাম-কংগ্রেস জোট শর্তে সিপিএমের হাতে থাকবে ১৬টি আসন। অর্থাত্ সিপিএমের থেকে বেশি আসনে প্রার্থী দেবে কংগ্রেস। রায়গঞ্জ ও মুর্শিদাবাদের দাবি থেকে সরে আসার পুরস্কার স্বরূপ এই বাড়তি আসন পাচ্ছে কংগ্রেস বলে মনেকরা হচ্ছে।
Loading...
কোন মন্তব্য নেই