প্রায় ১ বছর পর মাঠে ফিরছেন ঋদ্ধিমান। খেলবেন সৈয়দ মুস্তাক আলি ট্রফি।
নজরবন্দি ব্যুরোঃ প্রায় ১ বছর মাঠের বাইরে থাকার পর প্রতিযোগিতা মূলক ক্রিকেটে ফিরছেন বাংলা তথা ভারতের উইকেটরক্ষক ঋদ্ধিমান সাহা। ২০১৪ সালে মহেন্দ্র সিং ধোনির পর তিনিই ভারতের টেস্ট দলের ১ নম্বর উইকেটরক্ষক হয়েছিলেন।
বর্তমানে তিনি ১০০ শতাংশ সুস্থ হয়ে উঠেছেন বলে টাইমস অব ইন্ডিয়া-কে এক সাক্ষাতকারে জানিয়েছেন ঋদ্ধি। এই মাসের শেষ দিকে ঘরোয়া টি২০ টুর্নামেন্ট সৈয়দ মুস্তাক আলি ট্রফিতেই তিনি বাংলার হয়ে খেলতে চান। আপাতত তিনি শিলিগুড়ির বাড়িতেই আছেন। তবে খুব তাড়াতাড়ি কলকাতায় এসে বাংলা শিবিরে যোগ দেবেন।
বর্তমানে তিনি ১০০ শতাংশ সুস্থ হয়ে উঠেছেন বলে টাইমস অব ইন্ডিয়া-কে এক সাক্ষাতকারে জানিয়েছেন ঋদ্ধি। এই মাসের শেষ দিকে ঘরোয়া টি২০ টুর্নামেন্ট সৈয়দ মুস্তাক আলি ট্রফিতেই তিনি বাংলার হয়ে খেলতে চান। আপাতত তিনি শিলিগুড়ির বাড়িতেই আছেন। তবে খুব তাড়াতাড়ি কলকাতায় এসে বাংলা শিবিরে যোগ দেবেন।

No comments